ঢাকা ব্যাংকের টাকা উধাও : ২০ সেপ্টেম্বর প্রতিবেদন
ঢাকা ব্যাংকের বংশাল শাখার ভল্ট থেকে তিন কোটি ৭৭ লাখ ৬৬ হাজার টাকা উধাও হওয়ায় ঘটনায় দায়ের করা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২০ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন আদালত।
আজ রোববার ঢাকার সিনিয়র বিশেষ জজ কে এম ইমরুল কায়েশ এই দিন নির্ধারণ করেন। দুদকের সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা মোহাম্মদ জুলফিকার বিষয়টি এনটিভি অনলাইনকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, আজ ঢাকার মহানগর দায়রা জজ আদালতে মামলার এজাহার ও প্রাথমিক তথ্য বিবরণী এসে পৌঁছালে বিচারক তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন নির্ধারণ করেন।
এর আগে গতকাল শনিবার দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়-১ এ ঢাকা ব্যাংকের বংশাল শাখার সিনিয়র অফিসার ও ক্যাশ ইনচার্জ রিফাতুল হক ও ম্যানেজার (অপারেশন) এমরান আহম্মেদের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন দুদকের সহকারী পরিচালক মো. আতিকুল।
মামলার নথি থেকে জানা গেছে, আসামিরা ব্যাংকের ভল্টের টাকার দায়িত্বে ছিলেন। ভল্টের চাবি তাদের কাছেই ছিল। গত বৃহস্পতিবার ব্যাংকের অডিট টিম ভল্টে তিন কোটি ৭৭ লাখ ৬৬ হাজার টাকার হিসাবে গড়মিল পায়। ব্যাংকের ম্যানেজার আবু বক্কর সিদ্দিকের কাছে অডিট টিম টাকা গড়মিলের প্রতিবেদন দাখিল করে। আবু বক্কর সিদ্দিক অডিট টিমের স্টেটমেন্টের ভিত্তিতে আসামিদের জিজ্ঞাসাবাদ করেন। আসামিরা তাৎক্ষণিকভাবে টাকা আত্মসাতের কথা স্বীকার করেন।