কমলগঞ্জে ডোবায় ডুবে শিশু মামা-ভাগনির মৃত্যু
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2021/06/27/moulvibazar-2-died-pic.jpg)
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় একটি ডোবায় ডুবে মামা-ভাগনির মৃত্যু হয়েছে। আজ রোববার দুপুর দেড়টায় উপজেলার আদমপুর ইউনিয়নের কান্দিগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত দুজন হলো ১০ বছরের মামা জোবায়ের হোসেন শুভ ও সাত বছরের ভাগনি মিম আক্তার। জোবায়ের ভানুবিল গ্রামের মৃত পুতুল মিয়ার ছেলে ও মিম পাশের মধ্যভাগ এলাকার জব্বার মিয়ার মেয়ে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, মিমের বাবা জব্বার মিয়া বাড়ির পাশের ডোবায় মাছ ধরতে গেলে শিশুরাও সেখানে দেখতে যায়। একসময় সবার অগোচরে মামা-ভাগনি মাছ ধরা দেখতে গিয়ে ডোবার পানিতে পড়ে যায়। বেশ কিছুক্ষণ খোঁজাখুঁজির পর ডোবার পানিতে লাশ দুটি ভেসে ওঠে তাদের উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে তিনি দুই শিশুকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
খবর পেয়ে কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়ারদৌস হাসান ও আদমপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদাল হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।