ম্যাজিস্ট্রেট-সেনাসদস্য দেখে পালালেন ইজারাদার, ভাঙল পশুর হাট
নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে সেনা সদস্য, বিজিবি ও পুলিশ দেখেই সাতক্ষীরার দেবহাটা উপজেলার পারুলিয়া গরু-ছাগলের হাট ফেলে দৌড়ে পালিয়ে গেছেন ইজারাদার। অল্পক্ষণের মধ্যেই হাটটিও হয়ে পড়ে প্রায় পশু ও জনশূন্য।
ঈদুল আজহা উপলক্ষে দেবহাটার পারুলিয়া পশুর হাটে বিপুল গরু-ছাগল বেচাকেনা হয়ে থাকে। লকডাউন উপেক্ষা করে আজ রোববার সেখানে বসেছিল পশুর হাট। কয়েকশ গরু-ছাগল এবং সেইসঙ্গে তাদের মালিকেরা ছিলেন। লকডাউনের মধ্যে তারা স্বাস্থ্যবিধি মানার ধারে-কাছেও ছিলেন না। দিনভর বেচাকেনা চলতে থাকায় এই খবর পৌঁছায় দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট বাপী দত্ত রনি সেনা, পুলিশ ও বিজিবি সদস্য নিয়ে দুপুরের পরই হাজির হন সেখানে। তাদের দেখে হাট ইজারাদার দৌঁড়ে পালিয়ে যান। সঙ্গে সঙ্গেই ভেঙে যায় পশুর হাটটি।
এ ব্যাপারে জানতে চাইলে দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার সাহা জানান, পুলিশের একটি টিমও সেখানে পৌঁছায়। ফলে স্বাস্থ্যবিধি লঙ্ঘন করে লকডাউনের মধ্যে পশুর হাট আর চলতে দেওয়া হয়নি।