দেশব্যাপী বঙ্গমাতার জন্মবার্ষিকী উদযাপন
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের ৯১তম জন্মবার্ষিকী আজ রোববার। বঙ্গমাতার জন্মবার্ষিকী উপলক্ষে সরকারি কর্মসূচি ছাড়াও আজ রোববার দেশের বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন আলোচনা সভা, মিলাদ মাহফিল ও সেলাই মেশিন বিতরণসহ নানা আয়োজনে উদযাপন করেছে।
দেশের বিভিন্ন জেলা থেকে আমাদের প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদন
শ ম সাজু, রাজশাহী : রাজশাহীতে দিবসটি উপলক্ষে দুপুরে নগরীর কুমারপাড়াস্থ বঙ্গবন্ধু চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। পরে মহানগর আওয়ামী লীগের কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এ অনুষ্ঠানে অংশ নেন সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার।
কাকন রেজা, শেরপুর : শেরপুরে বঙ্গমাতার জন্মদিনে দোয়া ও আলোচনা সভার আয়োজন করেছে জেলা আওয়ামী লীগ। এ ছাড়াও জুম মিটিংয়ের আয়োজন করে জেলা প্রশাসন। আজ সকালে শেরপুর জিকে উচ্চ বিদ্যালয়ের হলরুমে আওয়ামী লীগের আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।
জাতীয় সংসদের হুইপ আতিউর রহমান আতিকের সভাপতিত্বে জেলা আওয়ামী লীগের আলোচনা সভায় বক্তব্য দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট চন্দন কুমার পাল, সহসভাপতি ফখরুল মজিদ খোকন, পৌরসভার মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন প্রমুখ।
এস এম উমেদ আলী, মৌলভীবাজার: দিবসটি উপলক্ষে মৌলভীবাজারে জরুরি চিকিৎসা সামগ্রী ও সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। আজ দুপুরে মৌলভীবাজার জেলা পরিষদের আয়োজনে জেলা পরিষদ হলরুমে জরুরি চিকিৎসা সামগ্রী ও সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ।
জেলা পরিষদ চেয়ারম্যান মিছবাহুর রহমানের সভাপতিত্বে ও জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা খোদেজা খাতুনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মীর নাহিদ, জেলা সিভিল সার্জন ডা. চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদ, অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউর রহমান, পৌরসভার মেয়র মো. ফজলুর রহমান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. কামাল হোসেন, মৌলভীবাজার বিএমএ সভাপতি ডা. শাব্বির হোসেন খানসহ জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারীরা।
পরে অসহায় দুস্থ নারীদের মধ্যে ২০টি সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। এ ছাড়াও জেলা সিভিল সার্জন ডা. চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদের কাছে জরুরি চিকিৎসা সামগ্রী হস্তান্তর করা হয়েছে। এসব সামগ্রীর মধ্যে ছিল আট সেট অক্সিজেন কনসেনট্রেটর, আটটি নেবুলাইজার মেশিন, ছয় সেট মাস্কসহ পাম্প মেশিন, ১৮০ পিস নন রিব্রিথিং মাস্ক, ৩০টি পালস অক্সিমিটার, ২০টি অক্সিজেন ফ্লো মিটার, চারটি পেশেন্ট মনিটর।
আবু তাহের মুহাম্মদ, খাগড়াছড়ি : সারা দেশের মতো খাগড়াছড়ি পার্বত্য জেলায় আলোচনা সভাসহ নানা আয়োজনের মধ্য দিয়ে দিবসটি পালিত হয়েছে।
খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে কোরআনখানি, আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। সকালে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন শেষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র নির্মলেন্দু চৌধুরী, জেলা পরিষদের চেয়ারম্যান মংসুই প্রু চৌধুরী অপু, মহিলা আওয়ামী লীগের নেত্রী ও জেলা পরিষদের সদস্য শতরুপা চাকমাসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এ ছাড়া খাগড়াছড়ি জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিপ্তরের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ভার্চয়াল আলোচনা সভার আয়োজন করা হয়। জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস, খাগড়াছড়ি জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. মহিউদ্দীন আহমেদসহ বিভিন্ন বিভাগীয় প্রধানগণ উপস্থিত ছিলেন। সভাশেষে দুস্থ নারীদের মধ্যে সাতটি সেলাই মেশিন ও ২০ জন নারীকে দুই হাজার টাকা করে অনুদান দেওয়া হয়।
অন্যদিকে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে আলাদাভাবে জেলা পরিষদ প্রাঙ্গণে দিবসটি পালন করা হয়েছে। জেলা পরিষদ প্রাঙ্গণে স্থাপিত বঙ্গমাতার প্রতিকৃতিতে জেলা পরিষদের চেয়ারম্যান মংসুই প্রু চৌধুরী অপু, পরিষদ সদস্যবৃন্দ এবং বিভাগীয় কর্মকর্তাগণ শ্রদ্ধা নিবেদন করেন।
শাহজাহান সিরাজ মিঠু, জয়পুরহাট: জয়পুরহাটে আনুষ্ঠানিকভাবে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, প্রতিকৃতিতে মাল্যদান, আলোচনা সভা ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে দিনটি উদযাপিত হয়েছে।
জেলা আওয়ামী লীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জয়পুরহাট জেলা পরিষদের চেয়ারম্যান আরিফুর রহমান রকেট। অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন মন্ডল, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সাবেক সাধারণ সম্পাদক এসএম সোলায়মান আলী। পরে বঙ্গমাতার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
কে এম সবুজ, ঝালকাঠি : আজ বেলা সাড়ে ১১টায় ঝালকাঠি শহরের টাউন হলের দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করে জেলা আওয়ামী লীগ। দোয়া মোনাজাতে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু। জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, সহসভাপতি খান আরিফুর রহমান, যুগ্ম সম্পাদক মজিবুল হক আকন্দ, পৌর মেয়র লিয়াকত আলী তালুকদারসহ জেলা ও উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ। পরে মরহুমার বিদেহী আত্মার শান্তি কামনায় দোয়া মোনাজাত করা হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা মো. শহীদুল ইসলাম।
মাহবুব হোসেন সারমাত, গোপালগঞ্জ : গোপালগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব চক্ষু হাসপাতালের পক্ষ থেকে দিবসটি পালন করা হয়েছে। হাসপাতালের পরিচালক অধ্যাপক ড. সাইফুদ্দিন আহমেদের নেতৃত্বে হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা, নার্স ও কর্মচারীরা বঙ্গমাতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে বঙ্গমাতার রুহের মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত করা হয়। পরে বঙ্গমাতার জীবন ও কর্মের ওপর সংক্ষিপ্ত আলোচনা করেন ড. সাইফুদ্দিন।
সঞ্জিব দাস, ফরিদপুর : ফরিদপুরে দিনটি উপলক্ষে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সব সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল ৮টায় শহরের অম্বিকা মেমোরিয়াল মাঠে বঙ্গমাতার প্রতিকৃতিতে ফরিদপুর সদর আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেনের পক্ষে পুষ্পমাল্য অর্পণ করেন ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার, পুলিশ সুপার মো. আলিমুজ্জামানসহ আওয়ামী লীগের নেতৃবৃন্দ। এরপর জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, এলজিইডি, আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনসহ সব সরকারি বেসরকারি প্রতিষ্ঠান পুষ্পমাল্য অর্পণ করে।
এ ছাড়া শিশু সমাবেশ, কেক কাটা, আলোকচিত্র প্রদর্শনী, রক্তদান কর্মসূচি, তথ্যচিত্র ও চলচ্চিত্র প্রদর্শনী, মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়েছে।
রশিদ আল মুনান, পিরোজপুর : পিরোজপুরে দুস্থদের মধ্যে কাপড় বিতরণ করেছে পিরোজপুর জেলা স্বেচ্ছাসেবক লীগ। আজ দুপুরে জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রাসেল পারভেজ রাজা ও সাধারণ সম্পাদক সুমন সিকদারের তত্ত্বাবধানে দেড় শতাধিক শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ মুজিবুর রহমান খালেক, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শেখ ফিরোজ, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সদস্য অ্যাডভোকেট দ্বীপ্তিশ চন্দ্র হালদারসহ জেলা অন্যান্য নেতৃবৃন্দ।
এ ছাড়া সকালে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে শ্রদ্ধা নিবেদন ও আসর বাদ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আবুল কালাম আজাদ, লক্ষ্মীপুর: লক্ষ্মীপুর সদর উপজেলার ১১ জন অসচ্ছল নারীকে সেলাই মেশিন ও শতাধিক পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। দুপুরে জেলা প্রশাসনের উদ্যোগে সদর উপজেলা পরিষদের হলরুমে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. আনোয়ার হোসাইন আকন্দের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার ড. এএইচ কামরুজ্জামান, সিভিল সার্জন ডা. আব্দুল গফফার, জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নুর-এ আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাজিয়া পারভিন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শতরুপা তালুকদার ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মাসুম।
আবু হোসাইন সুমন, মোংলা : বাগেরহাটের রামপালে দরিদ্র পরিবারের মধ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। রামপাল উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে সাতটি দরিদ্র পরিবারের হাতে এসব সেলাই মেশিন তুলে দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ মোয়াজ্জেম হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কবীর হোসেন, জেলা আওয়ামী লীগের সহসভাপতি মোল্লা আব্দুর রউফ, উপজেলা ভাইস চেয়ারম্যান নূরুল হক লিপন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সামসুদ্দীন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা জাহিদুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মতিউর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জিয়াউল হক, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. শাহীন রহমান ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ইশরত জাহান।