‘বঙ্গমাতা’ চরিত্রে জ্যোতিকা জ্যোতি, জন্মদিনে আসছে সিনেমা
‘বঙ্গমাতা’ শিরোনামে একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে শেখ ফজিলাতুন্নেছা মুজিবের চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের ব্যানারে নির্মিত ২৮ মিনিট ব্যাপ্তির এই চলচ্চিত্র পরিচালনা করেছেন গৌতম কৈরী।
আগামী ৮ আগস্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবের জন্মদিনে চলচ্চিত্রটির প্রিমিয়ার শো হবে।
এই কাজ প্রসঙ্গে জ্যোতিকা জ্যোতি বলেন, ‘এবারের ৮ আগস্ট আমার জীবনের অবিস্মরণীয় একটি দিন। আমি বঙ্গমাতা চরিত্রে অর্থাৎ নাম ভূমিকায় অভিনয় করেছি। এটা আমার জন্য গর্বের ও আনন্দের বিষয়। তবে চ্যালেঞ্জিং একটি চরিত্রও এটি। শুটিংয়ের পুরো সময়টা বঙ্গমাতাকে মনে-মগজে ধারণ করতে হয়েছে। কতটুকু পেরেছি জানি না। আশা করছি এটি সবার ভালো লাগবে। পাশাপাশি বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব সম্পর্কে তরুণ প্রজন্ম এ চলচ্চিত্রের মাধ্যমে একটি ভালো ধারণা পাবে।’