আমার ফিউচার হিরোইন হানিয়া আমির : শাকিব
গত কয়েক বছরে নিজেকে নতুন রূপে উপস্থাপন করেছেন শাকিব খান। শুধু তাই নয়, সাম্প্রতিক সময়ে লুক, গেটআপ এবং উপস্থাপন দিয়ে তরুণ প্রজন্মের কাছেও প্রিয় হয়ে উঠেছেন তিনি। এই মুহূর্তে শাকিব খান ব্যস্ত রয়েছেন তার আসন্ন সিনেমা অ্যাকশন-থ্রিলার ‘সোলজার’ নিয়ে।
আর এবার নতুন খবর, নতুন সিনেমায় শাকিবের বিপরীতে দেখা যেতে পারে পাকিস্তানের জনপ্রিয় নায়িকা হানিয়া আমিরকে। সম্প্রতি এমনই তথ্য জানিয়েছেন অভিনেতা নিজেই। কনটেন্ট ক্রিয়েটর রাফসান দ্য ছোট ভাইয়ের সঙ্গে বিষয়টি নিয়ে শাকিব খানকে কথা বলতে দেখা গেছে। শাকিব জানান, হানিয়া আমির তার ফিউচার হিরোইন।
গতকাল শুক্রবার (১৪ নভেম্বর) বিকেলে নিজের ইউটিউব চ্যানেলে ভ্লগটি প্রকাশ করেন রাফসান।
সম্প্রতি রাজধানীর বনানীতে একটি প্রতিষ্ঠানের নতুন আউটলেট উদ্বোধন করেন শাকিব খান সেখানে রাফসান দ্য ছোট ভাই ছিলেন। ওই ভ্লগে শাকিব ও রাফসানের আলাপচারিতার এক পর্যায় ওঠে হানিয়া আমির প্রসঙ্গ। রাফসানকে দেখে শাকিব খান বলেন, ‘তোমার একটি ভ্লগ দেখলাম আমার ফিউচার হিরোইন হানিয়া আমিরের সঙ্গে।’
এ সময় পাশ থেকে একজন জানতে চান, উনি (হানিয়া আমির) কি আপনার সঙ্গে মুভি করছেন? উত্তরে শাকিব খান বলেন, ‘হ্যাঁ, একটা মুভির কথা হচ্ছে।’
কোন সিনেমা নিয়ে কথা হচ্ছে, তা এখনো খোলাসা করেননি শাকিব খান। তিনি বর্তমানে ‘সোলজার’ নামে একটি সিনেমা করছেন, তাঁর বিপরীতে আছেন তানজিন তিশা ও জান্নাতুল ঐশী।
‘প্রিন্স: ওয়ানস আপন আ টাইম ইন ঢাকা’ নামে আরেক সিনেমায়ও দেখা যাবে শাকিব খানকে। তাঁর বিপরীতে তাসনিয়া ফারিণের অভিনয়ের কথা শোনা যাচ্ছে।
গত সেপ্টেম্বরে একটি বহুজাতিক প্রতিষ্ঠানের আমন্ত্রণে ঢাকায় এসেছিলেন হানিয়া আমির। প্রতিষ্ঠানটির এক আয়োজনে হানিয়া বলেন, ‘আমার মনে হয়, তোমরা শাকিব খানকে অনেক বেশি পছন্দ করো, তাই আমারও পছন্দ শাকিব খান।’ এরপর থেকেই গুঞ্জন ছড়িয়েছে, শাকিব খানের নায়িকা হচ্ছেন হানিয়া আমির।

বিনোদন ডেস্ক