মোবাইলে গেম খেলতে না দেওয়ায় ভাই-বোনকে কুপিয়ে জখম
পাবনার সাঁথিয়া উপজেলায় মোবাইল ফোনে গেম খেলতে না দেওয়ায় ছোট ভাই ও বড় বোনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করছেন সৈকত নামের এক যুবক। গতকাল সোমবার রাতে উপজেলার আর-আতাইকুলা ইউনিয়নের গাঙ্গুহাটি গ্রামে এ ঘটনা ঘটে।
অভিযুক্ত সৈকত গাঙ্গুয়াহাটি গ্রামের ইব্রাহিমের ছেলে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, গতকাল রাত সাড়ে ৯টার দিকে গাঙ্গুহাটি গ্রামের খন্দকার ইব্রাহিম হোসেনের ছেলে সৈকত (২০), সৌরভ (১৮) ও একমাত্র কন্যা ইভা (২২) তাদের ঘরে মোবাইল ফোনে গেম খেলছিলেন। বাবা ইব্রাহিম তাদের মোবাইলে গেম খেলতে নিষেধ করায় বাবার ওপর ক্ষিপ্ত হয়ে উঠেন সৈকত। মেয়ে ইভা ও ছোট ভাই সৌরভ সৈকতের কথার প্রতিবাদ করে। এ সময় সৈকত ঘরের ধরজা বন্ধ করে ধারালো হাসুয়া দিয়ে সৌরভ ও ইভার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাথাড়ি কুপিয়ে জখম করে। তাদের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে তাদের মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে পাবনা সদর হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানেও শারীরিক অবস্থার আরও আশঙ্কাজনক দেখা দিলে চিকিৎসক দুই ভাই-বোনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।
খবর পেয়ে আতাইকুলা থানা পুলিশ সোমবার রাতেই ধারালো অস্ত্রসহ সৈকতকে বাড়ি থেকে আটক করে।
সৈকতের বাবা ইব্রাহিম সাংবাদিকদের জানান, তাঁর ছেলে সৈকত কিছুদিন ধরে মোবাইলে গেম খেলতে খেলতে মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েছে।’
আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জালাল উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘সৈকত মোবাইলে আসক্ত। এখনও মামলা হয়নি। অভিযোগ দিলে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হবে।’