ফেনীর ৩ পৌরসভায় ৮ মেয়র পদপ্রার্থী
ফেনীর ৩টি পৌরসভার নির্বাচনে মেয়র পদে আটজন, সাধারণ কাউন্সিলর পদে ৬৩ জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৭ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। বৃহস্পতিবার বিকেল ৫টা পর্যন্ত পৌর নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ছিল।
ফেনী
ফেনী পৌরসভার মেয়র পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামী লীগের হাজি আলাউদ্দিন, বিএনপির ফজলুর রহমান বকুল, জাতীয় পার্টির মির্জা মোহম্মদ ইকবাল ও সতন্ত্র প্রার্থী আতিকুল আলম মজুমদার। এ ছাড়া ১৮টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ২৭ জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলরের ছয়টি পদে ৯ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। ১৮ ওয়ার্ডের মধ্যে ১২টি ওয়ার্ডে একক প্রার্থী ও ছয়টি ওয়ার্ডে একাধিক প্রর্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। একই ভাবে সংরক্ষিত মহিলাদের ছয়টি ওয়ার্ডের মধ্যে চারটি ওয়ার্ডে একক প্রার্থী এবং দুটি পদে একাধিক প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। ফেনীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. এনামুল হক রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করছেন।
পরশুরাম
পরশুরাম পৌরসভার মেয়র পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামী লীগের নিজাম উদ্দিন, বিএনপির মোস্তাফিজুর রহমান মাসুদ। এ ছাড়া ৯টি সাধারণ কাউন্সিলর পদে ৯ জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে পাঁচজন মনোনয়নপত্র জমা দিয়েছেন। জেলা নির্বাচন অফিসার মোজাম্মেল হোসেন এখানে রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করছেন।
দাগনভূঞা
দাগনভূঞা পৌরসভার মেয়র পদে আওয়ামী লীগের ওমর ফারুক খান, বিএনপির কাজী সাইফুর রহমান স্বপন মনোনয়নপত্র জমা দিয়েছেন। এ ছাড়া ৯টি সাধারণ কাউন্সিলর পদে ২৬ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। এদের মধ্যে চারটি ওয়ার্ডে একক প্রার্থী বাকি পাঁচটিতে একাধিক প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। সংরক্ষিত মহিলা কাউন্সিলর হিসেবে তিনজন মনোনয়নপত্র জমা দিয়েছেন। দাগনভূঞা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফরিদা খানম রিটার্নিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করছেন।