মাদারীপুরে বিএনপির প্রার্থীসহ ২০ জনের মনোনয়নপত্র বাতিল
মাদারীপুরের দুই পৌরসভায় বিএনপির প্রার্থীসহ চার মেয়র পদপ্রার্থী ও ১৬ কাউন্সিলর পদপ্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে। যাচাই-বাছাইয়ের শেষ দিনে আজ রোববার সকালে নির্বাচন কার্যালয় তাঁদের মনোনয়নপত্র বাতিল করে।
জেলার শিবচরে পৌরসভায় বিএনপি সমর্থিত পদপ্রার্থী জাহাঙ্গীর কামালসহ তিন মেয়র পদপ্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে। এর ফলে আওয়ামী লীগের একমাত্র প্রার্থী আওলাদ হোসেন খানের মনোনয়নপত্র বৈধ হওয়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ের পথে রয়েছেন। এদিকে কালকিনি পৌরসভায় ঋণখেলাপির দায়ে ইসলামী শাসনতন্ত্র বাংলাদেশে মেয়র পদপ্রার্থী লুৎফর রহমানের মনোনয়নপত্র বাতিল হয়েছে। এ ছাড়া শিবচরে নয় কাউন্সিলর পদপ্রার্থীর ও কালকিনিতে ৭ কাউন্সিলর পদপ্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়।
জানা গেছে, আজ মনোনয়নপত্র বাছাইয়ের শেষ দিন হওয়ায় সকালেই জেলার সব উপজেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে আসেন প্রার্থীরা। পুলিশ ও প্রশাসনের কঠোর নিরাপত্তায় যাচাই বাচাই কার্যক্রম শুরু করেন কর্মকর্তারা। মেয়র পদপ্রার্থীদের মধ্যে সম্পদের হিসাব বিবরণী এবং আয়করের হিসাবে গড়মিল থাকায় শিবচরের বিএনপি সমর্থিত জাহাঙ্গীর কামালের মনোনয়নপত্র বাতিল করা হয়। নানা গড়মিলের কারণে মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী আবির গোমস্তা ও তোফাজ্জেল হোসেন খানের মনোনয়নপত্র বাতিল করা হয়। ঋণখেলাপীর দায়ে কালকিনি পৌরসভায় ইসলামী শাসনতন্ত্র বাংলাদেশের মেয়র পদপ্রার্থী লুৎফর রহমানের মনোনয়নপত্র বাতিল হয়েছে। মাদারীপুর সদরে কারো মনোনয়নপত্র বাতিল হয়নি।
এই নির্বাচনে মাদারীপুর জেলার তিনটি পৌরসভায় মেয়র পদে আওয়ীমী লীগের তিনজন, বিএনপির দুজন, জাতীয় পার্টির একজন, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের তিনজন এবং স্বতন্ত্রভাবে পাঁচজনসহ ১৪ জন মনোনয়নপত্র দাখিল করেছিলেন। এ ছাড়া সংরক্ষিত কাউন্সিলর পদে ৩৫ জন এবং সাধারণ কাউন্সিলর পদে ১৩১ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন নিজ নিজ উপজেলা নির্বাচন কার্যালয়ে।
এই নির্বাচনে মাদারীপুর সদর পৌরসভায় ৪৩ হাজার ৬৩৩ জন,শিবচর পৌরসভায় ১৫ হাজার ২৮৮ জন এবং কালকিনি পৌরসভায় ২৭ হাজার ৭০৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবে।