পাবনার সাবেক সাংসদ মকবুল হোসেন সন্টু মারা গেছেন
পাবনা-২ (সুজানগর-বেড়া) আসনের জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য ও পাবনা জেলা জাতীয় পার্টির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন সন্টু (৭৭) আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ শনিবার সকাল ১০টার দিকে পাবনার শিমলা হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টি সেন্টারে তিনি মারা যান।
পাবনা জেলার মুক্তিযুদ্ধের ইতিহাসে এক উজ্জ্বল নাম বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন সন্টু। তিনি স্ত্রী, চার ছেলে-মেয়েসহ অসংখ্য গুণগাহী রেখে গেছেন।
মরহুমের ভাতিজা সাংবাদিক খালেদ হোসেন পরাগ জানান, বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন দীর্ঘদিন হৃদরোগসহ বিভিন্ন সমস্যায় ভুগছিলেন। কয়েকদিন আগে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে শিমলা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তিনি চিকিৎসাধীন ছিলেন।
সাবেক সাংসদ মকবুল হোসেন সন্টুর মৃত্যুতে পাবনা জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও পাবনা জেলা পরিষদ চেয়ারম্যান রেজাউল রহিম লাল, সাধারণ সম্পাদক ও সাংসদ গোলাম ফারুক প্রিন্স, পাবনা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুল হক টুকু, সংসদ সদস্য নাদিরা ইয়াসমিন জলি, পাবনার জেলা প্রশাসক বিশ্বাস রাসেল, পুলিশ সুপার মহিবুল ইসলাম খান, বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, পাবনা প্রেসক্লাব সভাপতি এ বি এম ফজলুর রহমান, সাধারণ সম্পাদক সৈকত আফরোজ আসাদ, জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আব্দুল কাদের খান কদর প্রমুখ।
শোকবার্তায় তারা মকবুল হোসেন সন্টুর রুহের মাগফিরাত কামনা ও তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
মকবুল হোসেন সন্টু ১৯৮৬ এবং ৮৮ সালে জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে পাবনা-২ আসন থেকে দুইবার সংসদ সদস্য নির্বাচিত হন। পরে তিনি পাবনা জেলা পরিষদের চেয়ারম্যান নিয়োগ পান।
পাবনার স্বাধীনতা চত্বরে গার্ড অব অনার এবং বাদ মাগরিব চাপা মসজিদে নামাজে জানাজা শেষে তাকে আরিফপুর কবরস্থানে দাফন করা হয়।