শাকিবের ইংরেজি ক্যাপশনে মন্তব্য, ওমর সানী বলছেন ‘ফান’
নিজের ছবির ক্যাপশনে ইংরেজি একটি উক্তি যুক্ত করে গতকাল শনিবার সন্ধ্যায় অন্তর্জালে প্রকাশ করেছেন ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান। ফেসবুকে সেই ছবির মন্তব্যের ঘরে ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা ওমর সানী মন্তব্য করেছেন—এই লেখা শাকিবের নয়! এ নিয়ে চলছে অন্তর্জালে তুমুল সমালোচনা।
গতকাল সন্ধ্যায় মার্কিন লেখক জিগ জিগলারের একটি উক্তি নিজের ছবির ক্যাপশনে যুক্ত করে প্রকাশ করেন শাকিব। সেখানে ওমর সানী তাঁর ফেসবুক আইডি থেকে মন্তব্য করেছেন, ‘লেখা তো তোর না, কে লিখেছে ভাই ভালো থাকিস।’ যদিও শাকিবের পেজ থেকে ইংরেজি উক্তিটি কার সে তথ্যও জানানো হয়নি। এমন কাণ্ডে শাকিব ভক্তদের একাংশ ভাবছেন ওমর সানী কটাক্ষ করেছেন শাকিবকে। তবে ওমর সানী বলছেন, মজা করেই এমনটা লিখেছেন তিনি।
এনটিভি অনলাইনকে এ প্রসঙ্গে ওমর সানী বলেন, “আসলে জিনিসটা... ওতো আমার ছোট ভাই। ওর সঙ্গে আমার যে সম্পর্ক, এই রেশ ধরেই বলি... আমি ওকে অনেক পছন্দ করি, (শাকিব) আমার ছোট ভাই; ফান করেই এটা বলেছি। এটা নিয়ে সমালোচনার কী হলো, আমি বুঝলাম না! আমি বলেছি, ‘এত সুন্দর করে লেখাটা, এটা তুই লিখেছিস বলে মনে হয় না। যাই হোক, ভাল থাকিস’।”
এমনকি তাঁর মন্তব্যে শাকিব খান কষ্ট পেলে ‘সরি’ও বলেছেন ওমর সানী। তিনি বলেন, ‘আমি সব সময় যেভাবে বলি... সব সময় ওকে (শাকিব খান) এভাবেই বলি। এটা নিয়ে যদি ও হার্ট (আহত) হয়ে থাকে, আমি সরি। কিন্তু, এটা নিয়ে হার্ট করে আমি কিছু বলিনি। ইচ্ছাকৃতভাবে কাউকে কষ্ট দেওয়ার মতো মন-মানসিকতা আমার নেই।’
‘আপনার মন্তব্যে অন্তর্জালে সমালোচনা হচ্ছে; অনেকেই ভাবছেন, আপনি শাকিবকে কটাক্ষ করেছেন?’—এমন প্রশ্নে ওমর সানীর ভাষ্য, ‘না, না, না...। যারা এসব সমালোচনা করছে, তাঁদের সংখ্যা নিতান্তই কম। কাউকে ছোট করে বলার মতো আমার... নেই। আফটার অল, শাকিব বাংলাদেশের নাম্বার ওয়ান তারকা, সে নাম্বার ওয়ান। এতটুকু সম্মান-স্নেহবোধ আমার আছে।’
সম্প্রতি, একাধিক তারকার পেজে ওমর সানীকে ‘বিব্রতকর’ মন্তব্য করতে দেখা যায়। সে তালিকায় আছেন কলকাতার তারকাও।