পাকিস্তান নিরাপদ, দাবি ক্রিকেটারদের
ঘরের মাঠে ক্রিকেট ফেরাতে কয়েক বছর ধরে চেষ্টা করে যাচ্ছে পাকিস্তান। এরই মধ্যে বেশ কয়েকটি দল নিরাপদে পাকিস্তান সফর করেছে। সবকিছু যখন স্বাভাবিক হওয়ার পথে, তখনই পরিস্থিতি বদলে দিয়েছে নিউজিল্যান্ড। নিরাপত্তা ইস্যুতে খেলার আগমুহূর্তে সিরিজ বাতিল করেছে কিউইরা। এই ঘটনায় হতাশ পাকিস্তানের ক্রিকেটারেরা। তাঁদের দাবি, পাকিস্তান নিরাপদ। নিউজিল্যান্ডের হৃদয়বিদারক সিদ্ধান্তে কষ্ট পেয়েছেন পাকিস্তানের ক্রিকেটারেরা।
গতকাল শুক্রবার ওয়ানডে সিরিজ মাঠে গড়ানোর আগমুহূর্তে সিরিজ বাতিল করে নিউজিল্যান্ড। কিউইদের এমন সিদ্ধান্তের পর সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় উঠেছে। পাকিস্তানি ক্রিকেটাররাও চুপ করে বসে নেই। নিজেদের সোশ্যাল মিডিয়াতে একে একে সবাই বার্তা দিচ্ছেন যে, পাকিস্তান নিরাপদ।
এক বার্তায় দেশটির অধিনায়ক বাবর আজম লিখেছেন, ‘এমনভাবে সিরিজটি স্থগিত হয়ে যাওয়ায় অনেক বেশি হতাশ। এ সিরিজটি পাকিস্তান ক্রিকেটের লাখো সমর্থকের মুখে হাসি ফোটাতে পারতো। আমাদের নিরাপত্তা সংস্থার সামর্থ্য ও সক্ষমতায় আমার পূর্ণ আস্থা রয়েছে। তারা আমাদের গর্ব, সবসময় তা-ই থাকবে।’
বাঁহাতি ওপেনার ইমাম উল হকের বার্তা, ‘আমাদের দেশ নিরাপদ। ক্রিকেট খেলার জন্য নিরাপদ আমাদের দেশ। আমাদের সব সমর্থক ও দলের সবার জন্য এটা হৃদয়বিদারক। আমরা আমাদের চেষ্টা চালিয়ে যাব।’
আরেক তারকা শাদাব খান লিখেছেন, ‘এটা হৃদয়বিদারক। পাকিস্তানিরা ক্রিকেট অনেক ভালোবাসে। এখানে ক্রিকেট ফেরত আনার জন্য আমরা কঠোর পরিশ্রম করেছি। পিএসএল এবং সফর করা অন্যান্য দলগুলো আমাদের আতিথেয়তা ও নিরাপত্তা ব্যবস্থার সাক্ষ্য দেয়। আমরা চেষ্টা চালিয়ে যাব।’
পেসার হাসান আলির মতে, ‘দর্শকদের কথা ভেবে আমার আরও খারাপ লাগছে। এই খবরটি শুনে তাদের না জানি কী অবস্থা। বিশ্বের কাছে আমি আবারও বলতে চাই, ক্রিকেট খেলার জন্য নিরাপদ আমাদের দেশ। সমর্থকদের কাছে আমি ওয়াদা করছি, পাকিস্তান দল আপনাদের মুখে হাসি ফোটাবে।’
আরেক পেসার ওয়াহাব রিয়াজ লিখেছেন, ‘এখন আমি অনুভূতিশূন্য, পুরোপুরি হতাশ। কয়েক বছর ধরেই আমরা প্রমাণ করে এসেছি যে, পাকিস্তান ক্রিকেটের জন্য নিরাপদ। শুরু হওয়ার আগেই সফরটা এভাবে শেষ হয়ে যাওয়া দুঃখজনক।’
এদিকে, কিউইদের এমন সিদ্ধান্তে হতাশ পাকিস্তান ক্রিকেট বোর্ডও (পিসিবি)। তাদের দাবি, পাকিস্তানে সফরকারি দলের জন্য যে ধরনের নিরাপত্তা দেওয়া হয়, তাতে কোনো শঙ্কার প্রশ্ন নেই।
এমনকি সফরকারীদের আশ্বস্ত করতে খোদ পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ব্যক্তিগতভাবে কথা বলেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্নের সঙ্গে। কিন্তু, কাজ হয়নি।
কিউইদের এমন আচরণে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন পিসিবির নবনির্বাচিত চেয়ারম্যান রমিজ রাজা। সফর স্থগিতের বিষয়টি নিয়ে আইসিসির কাঠগড়ায় নিউজিল্যান্ডকে দাঁড় করানো হবে, এমন হুমকিই দিলেন তিনি।
এক টুইট বার্তায় রমিজ রাজা লিখেছেন, ‘পাগলাটে একটি দিন! আমাদের সমর্থক ও খেলোয়াড়দের জন্য দুঃখ হচ্ছে। নিরাপত্তার হুমকির কথা বলে একতরফাভাবে সফর রেখে চলে যাওয়া খুবই হতাশাজনক। বিশেষ করে যখন তা আগে জানানোও হয় না। নিউজিল্যান্ড কোন দুনিয়ায় বাস করে? আইসিসিতে তাদের সঙ্গে দেখা হবে!’