সর্বোচ্চ ভোট পেয়ে নির্বাচিত পাপন
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনে সর্বোচ্চ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন সর্বশেষ পরিচালনা পর্ষদের সভাপতি নাজমুল হাসান পাপন। আজ বুধবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের অনুষ্ঠিত নির্বাচনে পরিচালক পদে তিনি পেয়েছেন ৫৩ ভোট। তিনি আবাহনী লিমিটেডের কাউন্সিলর।
ক্যাটাগরি–২ এ গাজী গ্রুপ ক্রিকেটার্সের গাজী গোলাম মুর্তজা ও আজাদ স্পোর্টিংয়ের এনায়েত হোসেন সিরাজও সমান ৫৩ ভোট পেয়ে নির্বাচিত হন।
এই বিভাগে আরও নির্বাচিত হয়েছেন, শেখ জামাল ধানমণ্ডি ক্লাবের নজীব আহমেদ (৫১), মোহামেডান স্পোর্টিং ক্লাবের মাহবুবুল আনাম (৪৭), শাইনপুকুর ক্রিকেট ক্লাবের ওবেদ রশীদ নিজাম (৫১), কাকরাইল বয়েজ ক্লাবের সালাহউদ্দিন চৌধুরী (৪৯), শেখ জামাল ক্রিকেটার্সের ইসমাইল হায়দার মল্লিক (৫২), সূর্য তরুনের ফাহিম সিনহা (৫০), ফেয়ার ফাইটার্স স্পোর্টিং ক্লাবের ইফতেখার রহমান (৫০), ঢাকা এসেটসের মনজুর কাদের (৪৯) ও আসিফ শিফা ক্রিকেট একাডেমির মনজুর আলম (৪৬)।
এদিকে বিসিবিতে ২৫ জন পরিচালকের পদ থাকলেও ২৩ পদে নির্বাচন হয়ে থাকে। জাতীয় ক্রীড়া পরিষদ থেকে দুজন মনোনীত হন। এবার মনোনীত হয়েছেন— আহমেদ সাজ্জাদুল আলম ববি ও জালাল ইউনুস।
২৩ পদের মধ্যে সাতজন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তাই ১৬ পদে নির্বাচন হয়।