ভাইস চেয়ারম্যানের দেহরক্ষীর গুলিতে যুবক নিহতের অভিযোগ
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় আসন্ন ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনকে কেন্দ্র করে উপজেলা ভাইস চেয়ারম্যানের দেহরক্ষীর গুলিতে এক যুবক নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের মীরকুটির চৌরাস্তা এলাকায় গতকাল শনিবার রাতে এ ঘটনা ঘটে। এরই মধ্যে এ ঘটনায় পাঁচ জনকে আটক করেছে পুলিশ।
নিহত যুবকের নাম রশিদ। তিনি মুড়াপাড়া ইউপির ৫ নম্বর ওয়ার্ডের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত সদস্য তাওলাদ হোসেনের শ্যালক।
পুলিশ জানিয়েছে, গতকাল সন্ধ্যায় মুড়াপাড়া ইউপির ৬ নম্বর ওয়ার্ডের সদস্য পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী সিরাজুল ইসলাম, আবদুল কুদ্দুস এবং ফয়েজ আলীর মধ্যে নির্বাচনি প্রচার নিয়ে সংঘাত হয়। এ নিয়ে গতকাল রাতে সালিশ করছিলেন রূপগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহরিয়ার পান্না সোহেল।
সালিশে হাজির হন ৫ নম্বর ওয়ার্ডের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত সদস্য তাওলাদ হোসেন, তাঁর শ্যালক রশিদসহ আরও কয়েকজন। সালিশের একপর্যায়ে তাওলাদের সঙ্গে বাগবিতণ্ডা হয় উপজেলা ভাইস চেয়ারম্যানের। এ সময় ভাইস চেয়ারম্যান শাহরিয়ার পান্না সোহেলের দেহরক্ষীর গুলিতে নিহত হন রশিদ। পরে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।