মেঘনায় ডুবে যাওয়া বাবার লাশ উদ্ধার, ছেলে নিখোঁজ
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2021/11/09/lakshmipur.jpg)
লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় মেঘনা নদীতে গত শনিবার মাছ ধরার সময় নৌকাডুবির ঘটনায় নিখোঁজ হয়েছিলেন মো. নুরুজ্জামানের (৫০) ও তাঁর ছেলে নুর উদ্দিন (২৮)। নিখোঁজের তিন দিন পর আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে মেঘনা নদীর মতিরহাট এলাকা থেকে উদ্ধার করা হয় নুরুজ্জামানের লাশ। তবে এখনও নিখোঁজ রয়েছেন তাঁর ছেলে নুর উদ্দীন।
জানা গেছে, আজ সকালে মেঘনা নদীতে নরুজ্জামানের মরদেহ ভাসতে দেখে ফোন দেন জেলেরা। খবর পেয়ে পরিবারের লোকজন ও পুলিশ মরদেহ উদ্ধার করে।
স্বজনরা জানিয়েছেন, নুরুজ্জামান ও নুর উদ্দীন কমলনগর উপজেলার চরফলকন ইউনিয়নের জাজিরা গ্রামের বাসিন্দা। নুর উদ্দিন একটি বিমা কোম্পানিতে চাকরি করতেন। গত শনিবার শখ করে তাঁর বাবা নুরুজ্জামানের সঙ্গে নদীতে মাছ ধরতে গিয়েছিলেন তিনি। তবে, নুর উদ্দিন সাঁতার জানতেন না।
নুরুজ্জামানের ভাগনে মো. জিল্লাল হোসেন জানান, রাতে নৌকায় করে মাছ ধরার সময় একটি পল্টুনের সঙ্গে ধাক্কা লেগে ছয়জনসহ নৌকাটি ডুবে যায়। এ সময় চারজন সাঁতরে কূলে যেতে পারলেও বাবা-ছেলে নদীতে তলিয়ে যান।
ধারণা করা হচ্ছে, সাঁতার না জানা ছেলে নুর উদ্দিনকে বাঁচাতে গিয়ে বাবা-ছেলে দুজনই নিখোঁজ হন।