সম্প্রীতি বিনষ্টকারীদের কোনো ধর্ম নেই : ধর্ম প্রতিমন্ত্রী
ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান বলেছেন, সম্প্রীতি বিনষ্টকারীরা মানবতাবিরোধী অপকর্মে লিপ্ত। তারা কোনো ধর্মেরই অনুসারী নয়। হীন রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার অশুভ উদ্দেশ্যে তারা ধর্মীয় উন্মাদনা তৈরি করে দাঙ্গা হাঙ্গামার সৃষ্টি করে। এসব অপতৎপরতা বন্ধে ইমাম, আলেম-ওলামাসহ সব ধর্মীয় নেতাদের নিজ নিজ অবস্থান থেকে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
প্রতিমন্ত্রী আজ শুক্রবার মাদারীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে মাদারীপুর জেলার জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা, ধর্মীয় নেতা সরকারি কর্মকর্তাদের অংশগ্রহণে আন্তঃধর্মীয় সংলাপে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী আরও বলেন, দেশের মানুষের মাঝে ধর্মীয় সম্প্রীতি ও সচেতনতা বৃদ্ধি করার লক্ষ্যে দেশের প্রতিটি জেলায় আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত হচ্ছে। ভবিষ্যতে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে আন্তঃধর্মীয় সংলাপের আয়োজন করা হবে। এ বিষয়ে ধর্মবিষয়ক মন্ত্রণালয় এরই মধ্যে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করেছে।
প্রতিমন্ত্রী বলেন, প্রাক-প্রাথমিক পর্যায়ে শিশুদের মধ্যে নৈতিকতা ও অন্য ধর্মের প্রতি সম্মান প্রদর্শন বিষয়ে সচেতনতা তৈরি করার লক্ষ্যে মসজিদ, মন্দির ও প্যাগোডা ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের শিক্ষক ও শিক্ষার্থীদের প্রয়োজনীয় প্রশিক্ষণ ও শিক্ষা প্রদান করা হবে। তিনি বলেন, সব ধর্মের ধর্মীয় নেতাদের অংশগ্রহণে জাতীয় পর্যায় আন্তঃধর্মীয় সংলাপের আয়োজন করা হবে।
প্রতিমন্ত্রী বলেন, ধর্মের ওপর আঘাত এলে প্রতিবাদ করার অধিকার সবার রয়েছে। কিন্তু প্রাপ্ত তথ্য সঠিকভাবে যাচাই না করে কেবল গুজবের ওপর নির্ভর করে অন্য ধর্মের ওপর আঘাত হানাকে ইসলামসহ কোনো ধর্মই সমর্থন করে না। এ ধরনের কাজ ধর্ম, সমাজ ও রাষ্ট্রবিরোধী।
প্রতিমন্ত্রী সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার বিষয়ে সবাইকে আরও সতর্ক ও সাবধান থাকার আহ্বান জানান।
প্রতিমন্ত্রী আরও বলেন, জাতির পিতার নেতৃত্বে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছিল। সম্প্রীতির পরিবেশ বাংলাদেশের উন্নয়নের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে উন্নয়ন অগ্রযাত্রা অক্ষুণ্ণ রেখে সারা দেশে ঐক্যবদ্ধ হয়ে সম্প্রীতির পরিবেশ বজায় রাখতে হবে।
মাদারীপুর জেলা প্রশাসক ড. রহিমা খাতুনের সভাপতিত্বে আন্তঃধর্মীয় সংলাপে বিশেষ অতিথির বক্তৃতা করেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাজাহান খান, বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সংসদ সদস্য ড. মো. আব্দুস সোবহান মিয়া।
সভায় আরও বক্তব্য দেন মাদারীপুরের পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল, শিবচর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ মোল্লা, মাদারীপুর পৌরসভার মেয়র খালেদ হোসেন রিয়াদ, ইসলামিক ফাউন্ডেশন মাদারীপুর জেলার উপপরিচালক এম ওয়াহিদুজ্জামান, মাদারীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দে, মাদারীপুর আহমদিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. শাহাদাত হোসেন প্রমুখ।
এর আগে আজ সকালে ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান শরীয়তপুর জেলা প্রশাসকের সভাকক্ষে আন্তঃধর্মীয় সংলাপ/সেমিনারে প্রধান অতিথির বক্তৃতা করেন।
শরীয়তপুরের জেলা প্রশাসক মো. পারভেজ হাসানের সভাপতিত্বে আন্তঃধর্মীয় সংলাপে আরও বক্তব্য দেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মুনীম হাসান, পুলিশ সুপার মো. আশরাফুজ্জামান, শরীয়তপুরের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি রঘুনাথ পোদ্দার, মডেল মসজিদের ইমাম মাওলানা মুফতি মাহমুদুল হাসান, মাদারীপুর প্রেসক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুছ ছামাদ তালুকদার প্রমুখ।