বন্যাদুর্গতদের সব ধরনের সহায়তা দেবে সরকার : ধর্মমন্ত্রী
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2024/07/06/montri.jpg)
ধর্মমন্ত্রী মো. ফরিদুল হক খান আজ শনিবার জামালপুরের ইসলামপুরে পার্থশী ইউনিয়ন পরিষদ চত্বরে ত্রাণ বিতরণ করেন। ছবি : এনটিভি
ধর্মমন্ত্রী মো. ফরিদুল হক খান বলেছেন, সরকার সবসময় বন্যাদুর্গত মানুষের পাশে আছে এবং থাকবে। বন্যাদুর্গত মানুষদের সব ধরনের সহায়তা দেবে সরকার। আজ শনিবার (৬ জুলাই) জামালপুরের ইসলামপুরে পার্থশী ইউনিয়ন পরিষদ চত্বরে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
ধর্মমন্ত্রী বলেন, বন্যা পরিস্থিতি আরও অবনতি হলে আশ্রয়কেন্দ্রের সংখ্যা ও খাদ্য সহায়তা বাড়ানো হবে। এ ছাড়া বন্যা শেষে ক্ষতিগ্রস্ত বাঁধ ও সড়কের দ্রুত সংস্কার কাজ করা হবে।
এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট আ. সালাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সিরাজুল ইসলাম, ভাইস চেয়ারম্যান আ. খালেক আকন্দ, মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা সুলতানা যুথী, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইফতেখার আলম বাবুল উপস্থিত ছিলেন।