শেরপুরে আরেক বন্যহাতির মৃতদেহ উদ্ধার
শেরপুরের নালিতাবাড়ী উপজেলার গারোপাহাড় অধ্যুষিত পানিহাতা ফেকামারী এলাকা থেকে আরেকটি বন্যহাতির মৃতদেহ উদ্ধার হয়েছে। আজ শুক্রবার ভোরে ফেকামারী মায়াগাছি ঝোড়ার মুখ থেকে হাতিটির মৃতদেহ দেখতে পায় স্থানীয়রা। গত ৯ নভেম্বর শ্রীবরদী উপজেলার মালাকোচা থেকে আরেকটি হাতির মৃতদেহ উদ্ধার হয়।
এ ব্যাপারে নালিতাবাড়ীর মধুটিলা রেঞ্জ কর্মকর্তা আ. করিম জানান, এলাকাটি মধুটিলা রেঞ্জের আওতায় পড়েনি। জায়গাটি বনবিভাগের ময়মনসিংহের গোপালপুর বিটের অধীন। যার ফলে গোপালপুর বিটের লোকজন হাতিটির মৃতদেহ উদ্ধার পরবর্তী কার্যক্রম করবে।
এদিকে স্থানীয়রা জানিয়েছে, হাতিটির মুখে ও শরীরের বিভিন্ন জায়গায় ঘায়ের মতন ছিল। সম্ভবত হাতিটি অসুস্থ হয়ে মারা পড়েছে।
তবে রেঞ্জ কর্মকর্তা আ. করিম বলেন, ‘ময়নাতদন্তের পরই বোঝা যাবে হাতিটি কীভাবে মারা গেছে। তবে হাতিটি দুই বছর বয়সী পুরুষ, যার সবে দাঁত উঠতে শুরু করেছে।’
উল্লেখ্য, গত ৯ নভেম্বর শ্রীবরদী উপজেলার মালাকোচা এলাকায় আরেকটি হাতির মৃতদেহ পাওয়া যায়। বন্যহাতির একটি দল শেরপুরের গারো পাহাড় অধ্যুষিত শ্রীবরদী ও নালিতাবাড়ীর এলাকার বিস্তীর্ণ এলাকা জুড়ে ক্ষেতের ধান, সবজি ও ফলের বাগানে তাণ্ডব চালাচ্ছে। মৃত দুটি হাতিই ওই দলের বলে মনে করছে স্থানীয়রা।