গাড়িচাপায় সংবাদকর্মী কবিরের মৃত্যু, চালক রিমান্ডে
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ময়লাবাহী গাড়ির চাপায় সংবাদকর্মী মো. আহসান কবির খানের মৃত্যুর ঘটনায় করা মামলায় চালক মো. আবু হানিফ ওরফে ফটিকের দুই দিনের রিমান্ড দিয়েছেন আদালত। আজ রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবদাস চন্দ্র অধিকারী এই আদেশ দেন।
আদালতে কলাবাগান থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) শরীফ সাফায়েত হোসেন এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, আজ ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলার তদন্ত কর্মকর্তা কলাবাগান থানার উপপরিদর্শক (এসআই) আরিফ হোসেন আসামি ফটিককে হাজির করে পাঁচ দিন রিমান্ডে নেওয়ার আবেদন করেন। শুনানি শেষে বিচারক দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে গত শুক্রবার দিবাগত রাতে চাঁদপুরের নানার বাড়ি থেকে ফটিককে গ্রেপ্তার করে র্যাব।
মামলার নথি থেকে জানা গেছে, গত বৃহস্পতিবার পান্থপথে সংবাদকর্মী আহসান কবির খানকে চাপা দিয়ে মৃত্যুর সময় ডিএনসিসির ময়লার গাড়ি চালাচ্ছিলেন হানিফ ওরফে ফটিক। এ ঘটনায় সড়ক পরিবহণ আইনের ১০৫ ধারায় নিউমার্কেট থানায় মামলা করা হয়।