রিয়াদে শ্রমিক লীগের মে দিবসের আলোচনা সভা

মহান মে দিবস উপলক্ষে রিয়াদে জাতীয় শ্রমিক লীগের আলোচনা সভা ও দোয়া মাহফিলে অতিথিরা। ছবি : এনটিভি
মহান মে দিবস উপলক্ষে রিয়াদে জাতীয় শ্রমিক লীগের উদ্যোগে গতকাল রোববার আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
সংগঠনের সভাপতি আবুল কালাম মুন্সির সভাপতিত্বে সাধারণ সম্পাদক ফারুক খানের পরিচালনায় রামাদ হোটেলে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন রিয়াদ ফেন্ডস অব বাংলাদেশের (আওয়ামী লীগ) সিনিয়র সহসভাপতি গোলাম মহিউদ্দিন।
প্রধান বক্তা ছিলেন রিয়াদ ফেন্ডস অব বাংলাদেশের সাধারণ সম্পাদক শহীদ মাদবর, বিশেষ অতিথি ছিলেন সাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলাম মুন্সী, কাজী নাজিবুল মোবারক, শেখ হাফিজ, আরকান শরীফ, জুনায়েদ মাদবর, গোলাম সামদানীসহ স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, শ্রমিক লীগনেতা, প্রবাসী জাতির জনক বঙ্গবন্ধুর আদর্শের অনুসারীরা।
সভায় দেশ ও জাতির বিরুদ্ধে পরাজিত শক্তির অপতৎপরতা রোধে নিজেদের মধ্য ঐক্য গড়ে তোলার আহ্বান জানানো হয়।