মালয়েশিয়ায় আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2016/12/20/photo-1482204104.jpg)
‘উন্নয়নের মহাসড়কে অভিবাসীরা সবার আগে' স্লোগান সামনে রেখে মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে পালিত হয়েছে আন্তর্জাতিক অভিবাসী দিবস।
গত শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় কুয়ালালামপুরের এমপি এ জে অডিটরিয়ামে এক আলোচনা সভার আয়োজন করে মালয়েশিয়ায় অবিস্থত বাংলাদেশ হাইকমিশন।
অনুষ্ঠানে হাইকমিশনের রাজনৈতিক সচিব রইচ হাসান সরোয়ার সঞ্চালনা করেন। হাইকমিশনার মো. শহীদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রীর বাণী পাঠ করেন হাইকমিশনের প্রতিরক্ষা উপদেষ্টা এয়ার কমোডর হুমায়ূন কবির, প্রথম সচিব এস কে শাহীন, প্রথম সচিব (পাসপোর্ট ও ভিসা) মশিউর রহমান তালুকদার, দ্বিতীয় সচিব (রাজনৈতিক) তাহমিনা ইয়ামিন ও দ্বিতীয় সচিব (শ্রম) ফরিদ আহমদ।
শফিকুল ইসলামের কোরআন তিলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন দূতাবাসের লেবার কাউন্সিলর সায়েদুল ইসলাম।
সভাপতির বক্তব্যে হাইকমিশনার শহীদুল ইসলাম বলেন, ‘প্রবাসে আপনারা এবং আমরা যাঁরা আছি, প্রত্যেকে একেকজন রাষ্ট্রদূত। দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে আমাদের প্রত্যেককে সব সময় সচেতন থাকতে হবে।’
অনুষ্ঠানে প্রজেক্টরের মাধ্যমে বিষয়ভিত্তিক প্রেজেন্টেশন তুলে ধরেন ফার্স্ট সেক্রেটারি (শ্রম) সাহিদা সুলতানা।
আলোচনা সভায় ডেপুটি হাইকমিশনার ফয়সাল আহমেদ ছাড়াও রাজনীতিক, সাংবাদিক, দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীসহ প্রবাসীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।