মক্কায় বিএনপির বিজয় দিবস উদযাপন
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2016/12/23/photo-1482509589.jpg)
সৌদি আরবের মক্কার সরাইয়ার একটি কমিউনিটি সেন্টারে গতকাল বৃহস্পতিবার বিএনপির প্রবাসী ঈদগাঁহ সাংগঠনিক উপজেলা কমিটির উদ্যোগে বাংলাদেশের মহান বিজয় দিবস উদযাপন করা হয়।
সংগঠনের সভাপতি শামসুল হুদা গুরা মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এস এম রমজান আলী রাজুর পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন মক্কা প্রবাসী কক্সবাজার জেলা বিএনপির সভাপতি এম জহির আহমেদ। বিশেষ অতিথি ছিলেন মক্কা প্রবাসী কক্সবাজার জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আবদুস শুক্কর, সিনিয়র সহসভাপতি শামসুল আলম আজাদ, সহসভাপতি মাওলানা ফরিদ আহমেদ, আমান উল্লাহ আমান ও এম আবু তাহের এবং মক্কা বিএনপির প্রাদেশিক কমিটির সাংগঠনিক সম্পাদক শাহাব উদ্দিন।
আরো উপস্থিত ছিলেন মক্কা বিএনপির প্রাদেশিক কমিটির সভাপতি খন্দকার এম এ হেলাল সিআইপি, সাধারণ সম্পাদক নুরুল আফছার চৌধুরী, জাহেদুল ইসলাম বাবু। বক্তব্য দেন মো. কামাল উদ্দিন, এইচ এম ওসমান, শফিউল কাদের, নূর হোসেন খন্দকার, মাওলানা কামাল উদ্দিন, আবুল কালাম, রমজান, কাসেম, রশিদ, শিল্পী আমান ও জাকের প্রমুখ।
মহান বিজয় দিবসের আলোচনা সভার পাশাপাশি বক্তারা মিয়ানমারের রোহিঙ্গা মুসলমানদের ওপর অমানবিক নির্যাতনের জন্য তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। আলোচনা সভায় মক্কার স্থানীয় বিপুলসংখ্যক বিএনপি নেতাকর্মীর সমাগম ঘটে। পরে দেশ ও জাতির কল্যাণে দোয়া করা হয়।