মালয়েশিয়ায় ‘গণতন্ত্র হত্যা দিবস’ পালন করল বিএনপি
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2017/01/06/photo-1483677793.jpg)
দশম জাতীয় সংসদ নির্বাচনের বার্ষিকীকে (৫ জানুয়ারি) ‘গণতন্ত্র হত্যা দিবস’ হিসেবে পালন করেছে বিএনপির মালয়েশিয়া শাখা।
স্থানীয় সময় বৃহস্পতিবার মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে বিএনপির কার্যালয়ে এ দিবস পালন করা হয়।
দিবসটি উপলক্ষে একটি আলোচনা সভার আয়োজন করা হয়। মালয়েশিয়া বিএনপির প্রচার সম্পাদক এস এম বশির আলমের পরিচালনায় সভায় সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি বাদলুর রহমান খান।
আলোচনা সভায় বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও মালয়েশিয়া বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ মোশাররফ হোসেন, যুবদল সভাপতি মো. জাহাঙ্গীর আলম খান, হাসিবুল ইসলাম শান্ত, মোহাম্মদ জসিম উদ্দিন, টিপু সুলতান প্রমুখ।
সভায় সমাপনী বক্তব্যে বাদলুর রহমান খান বলেন, ‘সরকার জনআতঙ্কে ভুগছে। তারা জনসমাবেশ ভয় পায় বলেই বিএনপির সমাবেশস্থল অবরুদ্ধ করে সমাবেশে বাধা দিয়েছে। এতে প্রমাণ হয়, সরকারের পায়ের নিচে মাটি নেই। জনবিচ্ছিন্ন এ সরকারের পতন হবেই।’
অবিলম্বে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচন দিতে হবে এবং নিরপেক্ষ ও যোগ্য ব্যক্তিদের মাধ্যমে নির্বাচন কমিশন গঠন করতে হবে বলেও দাবি জানান মালয়েশিয়া বিএনপির সভাপতি।
আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন মালয়েশিয়া বিএনপির সহসাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন লিটন, সহসাংগঠনিক সম্পাদক আবদুল আজিজ, দপ্তর সম্পাদক আমিনুল ইসলাম রতন, আপ্যায়নবিষয়ক সম্পাদক সুলতান সালাউদ্দিন, সহ-অর্থ সম্পাদক আবুল কালাম, যুবদলের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ইলিয়াস, সহসভাপতি মনজু খাঁ, যুবদলের সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন সাগর, মজনু মুন্সি, কাসেম, মাসুম, মোহাম্মদ হাসান, মো. সেলিম, মো. তুহিন, আবদুল কাদের, দুলাল বালিসহ অনেকেই।