জেদ্দায় নতুন বাংলাদেশি কনসাল বুরহান উদ্দীন
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2017/03/11/photo-1489235204.jpg)
সৌদি আরবের জেদ্দায় বাংলাদেশ দূতাবাসের নতুন কনসাল জেনারেল এফ এম বুরহান উদ্দীন। ছবি : এনটিভি
সৌদি আরবের জেদ্দায় বাংলাদেশ দূতাবাসে নতুন কনসাল জেনারেল হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন কূটনীতিক এফ এম বুরহান উদ্দিন।
বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী সচিব হিসেবে কর্মজীবন শুরু করেন এফ এম বুরহান উদ্দীন। পরে তিনি সিনিয়র সহকারী সচিব ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিভিন্ন শাখায় পরিচালক এবং মিসরের কায়রোতে বাংলাদেশ দূতাবাসের দায়িত্ব পালন করেন।
এর আগে তুরস্কের ইস্তাম্বুলে বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল হিসেবে দায়িত্বে ছিলেন এফ এম বুরহান উদ্দীন। এ ছাড়া কলম্বোর বাংলাদেশ হাইকমিশনেও কূটনীতিক ছিলেন তিনি।
বুরহান উদ্দীন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞানে স্নাতক পাস করেন। পরে তিনি লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে উচ্চতর ডিগ্রি অর্জন করেন। দায়িত্ব পালনে তিনি সবার সহযোগিতা চেয়েছেন।