পিএইচপি কোরআনের আলো বিজয়ীদের মক্কায় সংবর্ধনা
পিএইচপি কোরআনের আলো ২০১৭ সালের বিজয়ীদের সৌদি আরবের পবিত্র মক্কা নগরীতে সংবর্ধনা দিয়েছে মক্কা এনটিভি দর্শক ফোরাম।
গত রোববার বাদ এশা মক্কার একটি কমিউনিটি সেন্টারে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মক্কা এনটিভি দর্শক ফোরামের সভাপতি এইচ এম পারভেজ মৃধা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ড. শোয়াইব রশিদ।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ড. শাইখ মিশাল আল-লিহাইবি। বিশেষ অতিথি ছিলেন ওস্তাদ মাজেদ আল-কোরাইশী, কোরআনের আলো ফাউন্ডেশনের চেয়ারম্যান আবু ইউসুফ, এনটিভির কোরআন শিক্ষার পরিচালক আবুল হাসনাত মো. এমদাদ উল্লাহ ও মক্কা এনটিভি দর্শক ফোরামের প্রধান উপদেষ্টা মাওলানা রফিক আহমেদ।
অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন হাফেজ নুরুল আলম। স্বাগত বক্তব্য দেন মক্কা এনটিভি দর্শক ফোরামের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ।
এরপর মক্কার প্রবাসী বাংলাদেশি একই পরিবারের পাঁচজন হাফেজ পরপর কোরআন তেলাওয়াত করেন।
কোরআন তেলাওয়াত করেন পিইচপি কোরআনের আলো ২০১৭ সালের প্রথম বিজয়ী শরিফুল ইসলাম সানি, দ্বিতীয় বিজয়ী মোহাম্মদ তারেক জামিল ও তৃতীয় বিজয়ী মো. আবু তালহা। বিজয়ী ও অতিথিদের সম্মাননা ক্রেস্ট দেন মক্কা এনটিভি দর্শক ফোরামের সদস্যরা।
প্রবাসে সাংবাদিকতায় বিশেষ অবদান রাখায় মক্কায় এনটিভি প্রতিনিধি কামাল পারভেজ অভিকে সম্মাননা ক্রেস্ট তুলে দেন প্রধান অতিথি ড.শাইখ মিশাল আল-লিহাইবি।
অনুষ্ঠানে বক্তব্য দেন আলহাজ আক্তার হোসেন, হাজি আবু তাহের, খন্দকার হেলাল, জহির আহমেদ, এম ওয়াই আলাউদ্দিন, প্রকৌশলী লিয়াকত আলী ও মাহবুবুর রহমান।
আরো উপস্থিত ছিলেন মক্কা প্রবাসী ফারুখ আহমেদ, মোজাম্মেল হোসেন মিলন, নুরুল আবছার চৌধুরী, শাহাব উদ্দিন, শাহাদাৎ হাসান, পারভেজ,মহসিন, নোমান রানা, কাশেম মাহমুদ, জাহিদ হোসেন বাবু, ফরিদুল আলম, মইনুল ইসলাম লিঠু, জাহানগীর আলম, কলিম উল্লাহ, আবদুল খালেক, রুহুল আমিন ও সাইদুর রহমান সোহাগ।
অনুষ্ঠানটির মিডিয়া পার্টনার ছিল বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভি। সংবর্ধনা অনুষ্ঠানে মক্কা ও জেদ্দার শতাধিক প্রবাসী উপস্থিত ছিলেন।