স্পেনে জিয়াউর রহমানের জন্মবার্ষিকী পালিত
স্পেনের রাজধানী মাদ্রিদে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮০তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। গত মঙ্গলবার মাদ্রিদে কুবানি রেস্তোরাঁয় এ অনুষ্ঠানের আয়োজন করে স্থানীয় বিএনপি।
জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা হয়। এর পর কেক কাটা হয়। এরও পরে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
আলোচনা সভায় বক্তাদের ভাষ্য, আওয়ামী লীগের নেতাদের বুদ্ধিমত্তার অভাব রয়েছে। তাঁদের (আওয়ামী লীগ নেতা) জিয়াউর রহমান সম্পর্কে কটূক্তি বন্ধ করতে হবে। কারণ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিজেই মেজর জিয়াউর রহমানকে বীর উত্তম খেতাব দিয়েছিলেন।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন স্পেন বিএনপির যুগ্ম আহ্বায়ক সৈয়দ মাসুদুর রহমান। সভা পরিচালনা করেন স্পেন বিএনপির নেতা শরিফ মনির।
সভায় বক্তব্য দেন স্পেন বিএনপির সাবেক সভাপতি খুরশেদ আলম মজুমদার, বিএনপি নেতা জিয়াউর রহমান খান, সুহেল ভূঁইয়া, মিলটন ভূঁইয়া কচি, মকলেছুর রহমান, সেলিম মিয়া, যুবরাজ, আজিম, আবু জাফর রাসেল, হুমায়ুন কবির রিগ্যান, সিপার আহমেদ প্রমুখ।
আলোচনা সভা শেষে কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।