দাম্মাম আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের অভিষেক
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2016/06/08/photo-1465395801.jpg)
সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশ দাম্মাম আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোল্লা মো. আবু কাউসার বলেন, ‘দেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে। মুক্তিযুদ্ধের বিরোধী রাজাকারদের নির্মূল করে বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণে বর্তমান সরকার এগিয়ে যাবেই।’
খান আইয়ুব আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পূর্বাঞ্চলীয় প্রদেশ বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক মো. মোজাম্মেল হক, বাহারাইন আওয়ামী লীগের প্রধান উপদেষ্ঠা মো. কায়েজ, বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি ইঞ্জিনিয়ার অহেদুজ্জামান প্রমুখ।
সভায় নূর মো. নূরুকে প্রধান উপদেষ্টা, ইকরাম আলীকে সভাপতি, ইঞ্জিনিয়ার মোস্তফা জামানকে সাধারণ সম্পাদক, বাবুল মজুমদারকে সাংগঠনিক সম্পাদক করে ১০৭ সদস্যবিশিষ্ট আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের পূর্বাঞ্চলীয় প্রদেশের অনুমোদিত কমিটির নাম ঘোষণা করা হয়। শেখ বুরুজ আলী ও আবু সাদাদ মো. সায়েমের পরিচালনায় এ সভায় বঙ্গবন্ধুর জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। সভায় বিপুল আওয়ামী পরিবারভুক্ত প্রবাসী নেতাকর্মী অংশগ্রহণ করেন।