সৌদিতে প্রবাসী মেঘনা উপজেলা যুবদলের অভিষেক ও ইফতার
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2016/06/30/photo-1467254811.jpg)
সৌদি আরবের রাজধানী রিয়াদে গতকাল প্রবাসী মেঘনা উপজেলা যুবদলের অভিষেক ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ছবি : এনটিভি
সৌদি আরবের রাজধানী রিয়াদে প্রবাসী মেঘনা উপজেলা যুবদলের অভিষেক ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয় সময় বুধবার রিয়াদের বাতা এলাকায় ‘মায়ের দোয়া’ হোটেলে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।
প্রবাসী মেঘনা উপজেলা যুবদলের সভাপতি মো. সানাউল্লাহ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। প্রবাসী মেঘনা উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক রাসেল মোল্লা এতে সঞ্চালনা করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সৌদি আরব পূর্বাঞ্চল কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক ইয়াকুব চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন কাজী আইয়ুব আলী, সাইফুদ্দিন নোমান, বিশিষ্ট ব্যাবসায়ী আশরাফ আলী, মোতাল্লেব মোল্লা, মোবারক হোসেন, খোরশেদ আলম, জাহাঙ্গীর খান, দেলোয়ার মেম্বার, জসীম উদ্দিন বাবুসহ যুবদলের বিপুলসংখ্যক নেতাকর্মী।