ছোটপর্দার চার তারকা সিডনি পৌঁছেছেন
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2016/07/13/photo-1468427690.jpg)
প্রতিবিম্ব ও এনটিভি অস্ট্রেলিয়ার আমন্ত্রণে বাংলাদেশের ছোটপর্দার জনপ্রিয় চার তারকা অস্ট্রেলিয়ার সিডনি পৌঁছেছেন।
আজ রোববার বিকেলে এনটিভি অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রাশেদ শ্রাবণ এবং প্রতিবিম্ব অস্ট্রেলিয়ার আয়োজক কমিটি তারকাদের সিডনি বিমানবন্দরে অভ্যর্থনা জানান।
এই চার তারকা হলেন চঞ্চল চৌধুরী, ফজলুর রহমান বাবু, বৃন্দাবন দাস ও শাহনাজ খুশি। তাঁদের সঙ্গে রয়েছেন বাউল গায়ক শফি মণ্ডল।
তারকারা আগামী শনিবার সন্ধ্যা ৬টায় সিডনির রকডেল টাউন হলে প্রবাসী বাংলাদেশি সংগঠন প্রতিবিম্ব অস্ট্রেলিয়া আয়োজিত এক সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেবেন। অনুষ্ঠানে দর্শক-শ্রোতাদের জন্য নাট্যকার বৃন্দাবন দাসের রচনা ও পরিচালনায় ‘হোয়াইট হ্যাভেন’ নাটকটি মঞ্চস্থ হবে। এ ছাড়া ফজলুর রহমান বাবু, চঞ্চল চৌধুরী ও শফি মণ্ডল নিজেদের কণ্ঠে গাওয়া জনপ্রিয় গানগুলো গেয়ে শোনাবেন। আয়োজক কমিটি প্রবাসী সবাইকে সাংস্কৃতিক সন্ধ্যাটি উপভোগ করার আমন্ত্রণ জানিয়েছে।
আগামী রোববার সন্ধ্যা ৭টায় তারকারা রকডেলের কস্তুরী ফাংশন সেন্টারে ইন্টারন্যাশনাল টেলিভিশন চ্যানেল এনটিভির ১৪ বছরে পদার্পণের অগ্রযাত্রায় এনটিভি অস্ট্রেলিয়া আয়োজিত প্রতিষ্ঠাবার্ষিকীতে অংশ নেবেন।
এনটিভি অস্ট্রেলিয়ার সিইও রাশেদ শ্রাবণ জানান, এরই মধ্যে এনটিভির দর্শক, কলাকুশলী, সাংবাদিক ও কমিউনিটির বিশিষ্টজনদের আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে এবং অনুষ্ঠানটি শুধুমাত্র আমন্ত্রিত অতিথিদের জন্য উন্মুক্ত থাকবে।
এ ছাড়া শিল্পীরা ২৩ জুলাই এডেলাইড এবং ৩০ জুলাই মেলবোর্নে সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ দেবেন বলে জানা গেছে। আগামী ৮ আগস্ট তাঁরা দেশে ফিরে যাবেন।