‘বাংলাদেশ দেশি-বিদেশি ষড়যন্ত্রের শিকার’
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2016/07/18/photo-1468847346.jpg)
উন্নয়নের ধারা ব্যাহত এবং অর্থনীতির ঊর্ধ্বগতি ধ্বংস করতেই দেশে পরিকল্পিতভাবে জঙ্গি হামলা চালানো হচ্ছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয় শ্রমিক লীগের সভাপতি আলহাজ শুক্কুর মাহমুদ। গতকাল রোববার বিকেলে জাতীয় শ্রমিক লীগ মালয়েশিয়া শাখার পরিচিতি সভা এবং সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশ আজ দেশি-বিদেশি ষড়যন্ত্রের শিকার।
শুক্কুর মাহমুদ বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার ইমেজকে নষ্ট, উন্নয়ন ধারা ব্যাহত এবং অর্থনীতির ঊর্ধ্বগতি ধ্বংস করতেই দেশে পরিকল্পিতভাবে জঙ্গি হামলা করছে একটি গোষ্ঠী। এ জঙ্গি হামলার পেছনে দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র রয়েছে।’
জামায়াতের সঙ্গ ত্যাগ করে শেখ হাসিনার নেতৃত্বে ‘জঙ্গিবাদবিরোধী জাতীয় ঐক্যে’ আসার আহ্বান জানিয়ে শুক্কুর মাহমুদ বলেন, ‘স্বাধীনতাযুদ্ধে দলমত নির্বিশেষে সবাই বঙ্গবন্ধুকে নেতা মেনে যুদ্ধ করেছে। বর্তমান সময়ে জাতীয় সমস্যা সমাধানে বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে সবাইকে ঐক্যের পথে আসতে হবে। বিএনপিকে ঐক্যের মাধ্যমে জঙ্গিবাদবিরোধী কর্মসূচি পালন করতে চাইলে অবশ্যই শেখ হাসিনার নেতৃত্ব মেনে আসতে হবে বলেও জানান তিনি।’
জাতীয় শ্রমিক লীগ মালয়েশিয়া শাখার সভাপতি নাজমুল ইসলাম বাবুলের সভাপতিত্বে সাধারণ সম্পাদক এস এম আবুল হোসেন এবং সহসভাপতি শাহ আলম হাওলাদারের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালয়েশিয়া আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান কামাল, শাহীন সরদার, মনিরুজ্জামান মনির, নুর মোহাম্মদ ভূঁইয়া, মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন মজনু, মুন্সীগঞ্জ জেলা শ্রমিক লীগের সভাপতি আবুল কাসেম, মালয়েশিয়া যুবলীগের আহ্বায়ক তাজকির আহমেদ, যুগ্ম আহ্বায়ক মো. আবু হানিফ, যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য বিজন মজুমদার, রুবেল, মালয়েশিয়া স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি জালাল উদ্দিন সেলিম, সাধারণ সম্পাদক মোনায়েম খান, শেখ জাহাঙ্গীর, শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন খান, আনিস মোল্লা, সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম তারিক, জাকির হোসেন, কৃষক লীগের মালয়েশিয়া শাখার সভাপতি হারুনার রশিদ, ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক ওয়াসিম ওয়াজেদ, রাসেল শিকদার প্রমুখ।
পরিচিতি সভায় নাজমুল ইসলাম বাবুলকে সভাপতি ও এস এম আবুল হোসেনকে সাধারণ সম্পাদক করে ৭১ সদস্যবিশিষ্ট কমিটির নাম ঘোষণা করেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম। এ সময় মালয়েশিয়া আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, কৃষক লীগ ও ছাত্রলীগের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।