মালয়েশিয়ার জহুর প্রদেশে বিএনপির প্রতিবাদ সভা
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2016/08/01/photo-1470043322.jpg)
বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের দণ্ডের বিরুদ্ধে মালয়েশিয়ার জহুর প্রদেশে বিএনপির প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বিকেলে জহুর প্রদেশের বিএনপি কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
জহুর প্রদেশ বিএনপির সভাপতি এম জে আলম প্রতিবাদ সভায় বলেন, তারেক রহমানের আদর্শিক রাজনীতি ও আকাশচুম্বী জনপ্রিয়তার কাছে সরকার পরাস্ত। এখন সাজানো মামলার রায় দিয়ে সরকার তাঁকে মোকাবিলা করতে চাইছে। কিন্তু জনগণের আস্থা ও ভালোবাসার কাছে সব ষড়যন্ত্রই ভেসে যাবে।
জিয়া পরিবারকে রক্ষা করতে এবং দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত করতে দেশে-বিদেশে সবাইকে আন্দোলনে নামার আহ্বান জানান এম জে আলম।
প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন জহুর প্রদেশ বিএনপি সিনিয়র সহসভাপতি মো. জয়নাল আবেদীন, মো. বাবুল, সাধারণ সম্পাদক এম এ মান্নান, যুগ্ম সচিব আবু সালেহ মানিক, সাংগঠনিক সম্পাদক জিলাল হোসেন, অর্থ সচিব মো. দেলোয়ার হোসেন, মো. গিয়াস উদ্দিন, মো. সান্টো প্রমুখ বক্তব্য রাখেন। এ ছাড়া জহুর প্রদেশ সব শাখা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।