রিয়াদে প্রবাসী কুমিল্লা জেলা বিএনপির সভা
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2016/09/11/photo-1473581460.jpg)
বিএনপির ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সৌদি আরবের রিয়াদে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে গতকাল শনিবার রিয়াদের একটি কমিউনিটি সেন্টারে প্রবাসী কুমিল্লা জেলা বিএনপির আহ্বায়ক কমিটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সৌদি আরব প্রবাসী কুমিল্লা জেলা বিএনপির আহ্বায়ক সাইফ উদ্দিন নোমান সভাপতিত্ব করেন এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন সদস্য সচিব কাজী আইয়ুব আলী ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৌদি আরব পূর্বাঞ্চল কেন্দ্রীয় বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মনির হোসেন ব্যাপারী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, সৌদি আরব পূর্বাঞ্চল কেন্দ্রীয় বিএনপির সহসভাপতি মো. আবু কাউসার। প্রধান বক্তা ছিলেন সৌদি আরব পূর্বাঞ্চল কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক ইয়াকুব চৌধুরী।
অনুষ্ঠানে আরো বক্তব্য দেন প্রবাসী কুমিল্লা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. আবু ইউসুফ, প্রবাসী চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সভাপতি আবদুল মোমিন খান, প্রবাসী বড়ুরা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. আবুল কাশেম, প্রবাসী চান্দিনা বিএনপির সভাপতি মো. আমির হোসেন, সাধারণ সম্পাদক সাইজু উদ্দিন মামুন, প্রবাসী বড়ুরা উপজেলা যুবদলের প্রধান উপদেষ্টা মাজহারুল ইসলাম মিটুন, প্রবাসী মেঘনা উপজেলা যুবদলের সভাপতি ছানা উল্লাহসহ প্রবাসী কুমিল্লা জেলা বিএনপির বিপুল নেতা কর্মী।