মালয়েশিয়ায় আজ ঈদ
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2016/09/12/photo-1473666133.jpg)
ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মালয়েশিয়ায় আজ সোমবার উদ্যাপিত হচ্ছে ঈদুল আজহা। মালয়েশিয়ার বিভিন্ন অঞ্চলে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিরাও ঈদ উদযাপন করছে।
স্থানীয় সময় সকাল সাড়ে ৮টায় মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের টিটিওয়াংসার এলাকার বায়তুল মোকাররম মসজিদের পাশে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন মাওলানা ইকরামুল হক। সর্বস্তরের মানুষের অংশগ্রহণে অনুষ্ঠিত এই নামাজে বিপুল প্রবাসী বাংলাদেশি অংশ নেয়। পুরো এলাকা এক টুকরো বাংলাদেশে পরিণত হয়।
সেলানগড়ের আম্পাং মসজিদে ঈদের নামাজ আদায় করেন মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শহীদুল ইসলাম ও প্রথম সচিব এস কে শাহীন। নামাজ শেষে বাংলাদেশসহ বিশ্বের মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। ঈদ উপলক্ষে মালয়েশিয়া প্রবাসীদের শুভেচ্ছা জানিয়েছেন মালয়েশিয়ায় নিযুক্ত রাষ্ট্রদূত শহীদুল ইসলাম।
এ ছাড়া ঈদের জামাতে অংশ নিতে চৌকিট বাংলাদেশি মসজিদ বায়তুল মোকাররম, বুকিট বিনতাং বাংলাদেশি সুরাও এবং সুবাংজায়া, শ্রীমুড , ক্লাং, পেনাং, সুঙ্গাইবুলু, পুচং, মালাক্কা, পেনাং, জহুরবারু এবং কেপং জানান্নাতুল ফেরদাউস বাংলাদেশি মসজিদে যান প্রবাসীরা। মালয়েশিয়া ইসলামী ইউনিভার্সিটির জাতীয় মসজিদেও ছাত্র ও প্রবাসী মুসল্লিদের ঢল নামে।
কুয়ালামপুরের টিটিওয়াংসার এলাকার বায়তুল মোকাররমে ঈদের জামাতে উপস্থিত ছিলেন মালয়েশিয়া আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক অহিদুর রহমান অহিদ, রাশেদ বাদল, মো. কবির ভূইয়া, মো. মনিরুজ্জামান মনির, দেলোয়ার হোসেন মজনু, কাইয়ূম সরকার, হাফিজুর রহমান ডাবলু, মালয়েশিয়া বিএনপির সহ সাধারণ সম্পাদক এসএম নিপু, যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মনজু খান, বাংলাদেশ কমিউনিটি প্রেস ক্লাবের সভাপতি এস এম রহমান পারভেজ, সিনিয়র সহসভাপতি আহমাদুল কবির, সাধারণ সম্পাদক বশির আহমেদ ফারুক, মো. কামাল হোসেন, অ্যাডভোকেট মিনহাজ উদ্দিন মিরান, জহিরুল ইসলাম জহির, মো. কবির হোসেন, মো. বাবলু মোল্লা, মো. আলমগীর হোসেনসহ বাংলাদেশি বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতা-কর্মীরা। এ ছাড়া মালয়েশিয়ায় কর্মরত ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরাও এই ঈদের জামাতে অংশ নেন।
নামাজ শেষে একে অপরের সঙ্গে কোলাকুলি করে ঈদ আনন্দ ভাগাভাগি করেন প্রবাসী বাংলাদেশিরা। অনেকে দেশে ফোন করে স্বজনদের সঙ্গে কুশলাদি বিনিময় করেন।
ঈদকে কেন্দ্র করে মালয়েশিয়ার বাংলাদেশি রেস্তোরাঁগুলোতে নানা খাবারের আয়োজন করা হয়েছে।