মালয়েশিয়ায় রাষ্ট্রদূতের বাসভবনে প্রবাসীদের মিলনমেলা
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2016/09/14/photo-1473789695.jpg)
সৌদি আরব, আরব আমিরাতসহ বিশ্বের বিভিন্ন দেশে ঈদুল আজহা উদযাপিত হয়েছে গতকাল সোমবার। সৌদি আরবের সঙ্গে মিল রেখে মালয়েশিয়ায়ও গতকাল ঈদুল আজহা উদযাপিত হয়েছে।
ঈদুল আজহা উপলক্ষে আজ মঙ্গলবার মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার শহীদুল ইসলাম তাঁর বাসভবনে দেশটিতে অবস্থানরত প্রবাসীদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন।
স্থানীয় সময় দুপুর ১টায় মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশি, সাংবাদিক, রাজনীতিবিদ, সুশীল সমাজ, বিদেশি কূটনীতিবিদরা রাষ্ট্রদূতের বাসভবনে জড়ো হন। এতে রাষ্ট্রদূতের বাসভবন প্রবাসীদের মিলনমেলায় পরিণত হয়। অতিথিদের আপ্যায়ন করেন হাইকমিশনার। সঙ্গে ছিলেন মিশনের কর্মকর্তারা। এ সময় শহীদুল ইসলাম সবার খোঁজখবর নেন। প্রবাসীরাও নিজেদের সুখ-দুঃখের কথা রাষ্ট্রদূতের সঙ্গে ভাগাভাগি করেন।
এ সময় হাইকমিশনার বলেন, ‘আপনারা এসেছেন এতে আমি অত্যন্ত খুশি হয়েছি। প্রবাসীদের নিয়েই আমার কাজ। প্রবাসীদের সহযোগিতা ছাড়া কোনো কিছু করা সম্ভব নয়। মালয়েশিয়ায় বাংলাদেশের ভাবমূর্তি তৈরি করতে হলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করাতে হবে।’
সাংবাদিকদের সাথে আলাপচারিতায় রাষ্ট্রদূত বলেন, 'সাংবাদিক জাতির বিবেক। আপনাদের লেখালেখির মাধ্যমে জাতি অনেক কিছু জানতে পারে। আপনাদের সহযোগিতা দূতাবাসও কামনা করে।'
ঈদ প্রসঙ্গে দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি এস কে শাহীন বলেন, ঈদ মানে আনন্দ। প্রবাসীদের সঙ্গে ঈদের আনন্দ ভাগ করতে পেরে অনেক ভালো লাগছে। দূতাবাস সবসময় প্রবাসীদের কল্যাণে কাজ করে যাচ্ছে।
মালয়েশিয়া বাংলাদেশ কমিউনিটি প্রেসক্লাবের সভাপতি এস এম রহমান পারভেজ বলেন ,মালয়েশিয়া প্রবাসী সাংবাদিকরা সব সময় প্রবাসী শ্রমিকদের কল্যাণে কাজ করে। সেই সাথে প্রবাসী সাংবাদিকরাও রাষ্ট্রদূতের সাথে প্রবাসীদের নিয়ে এক সঙ্গে কাজ করার অঙ্গীকার করেন ।