রিয়াদে সৌদি বিএনপি সভাপতিকে সংবর্ধনা
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2016/09/22/photo-1474555193.jpg)
বিএনপির সৌদি আরব পূর্বাঞ্চল কেন্দ্রীয় কমিটির সভাপতিকে ফুল দিয়ে বরণ করে নেন প্রবাসী মুন্সীগঞ্জ জেলা বিএনপি। ছবি : এনটিভি
বিএনপির সৌদি আরব পূর্বাঞ্চল কেন্দ্রীয় কমিটির সভাপতি পদে দ্বিতীয়বার নির্বাচিত হওয়ায় অধ্যাপক আ ক ম রফিকুল ইসলামকে সংবর্ধনা দিয়েছে প্রবাসী মুন্সীগঞ্জ জেলা বিএনপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রবাসী মুন্সীগঞ্জ জেলা বিএনপির সভাপতি মনির হোসেন বেপারী।
সৌদি বিএনপির পূর্বাঞ্চল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ফারুক আহমেদ চাঁনের সঞ্চালনায় সংবর্ধনা সভায় স্বাগত বক্তব্য দেন প্রবাসী মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক বাবুল মৃধা। শুভেচ্ছা বক্তব্য দেন সাংগঠনিক সম্পাদক টিপু সুলতান। এ ছাড়া সভায় মোশারেফ হোসেন, মোহাম্মদ উজ্জ্বল বেপারীসহ বক্তব্য দেন আরো অনেকে।
সংবর্ধনা সভার শুরুতেই মুন্সীগঞ্জ জেলা বিএনপির পক্ষ থেকে সৌদি আরব পূর্বাঞ্চল বিএনপির নবনির্বাচিত সভাপতিকে ফুল দিয়ে স্বাগত জানানো হয়। সভায় বিপুল বিএনপি নেতাকর্মী উপস্থিত ছিলেন।