মালয়েশিয়ায় প্রবাসী বিশ্ব সম্মেলনের মতবিনিময় সভা অনুষ্ঠিত
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2016/09/26/photo-1474887216.jpg)
মালয়েশিয়ায় ইউরোপভিত্তিক আন্তঃদেশীয় কমিউনিটি সংগঠন অল ইউরোপিয়ান বাংলাদেশ অ্যাসোসিয়েশন (আয়েবা) মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। চলতি বছরের নভেম্বর মাসে অনুষ্ঠিতব্য বাংলাদেশ গ্লোবাল সামিট সামনে রেখে এ সভার আয়োজন করে আয়েবা। গতকাল রোববার সন্ধ্যায় কুয়ালালামপুরের হোটেল ফেডারেলের স্কাই হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
সামিটের ইভেন্ট কো-অর্ডিনেটর অস্ট্রেলিয়া প্রবাসী ইঞ্জিনিয়ার সালেক সুফির উপস্থাপনায় অনুষ্ঠেয় সভায় আয়েবার উদ্যোগকে স্বাগত জানিয়ে বক্তারা বলেন, গ্লোবাল সামিটের সফল সম্মেলনের মাধ্যমে বিশ্বের কাছে বাংলাদেশের প্রবাসীরা নতুন পরিচয় তৈরি করতে পারবে।
মালয়েশিয়াতে থাকা প্রবাসীদের নানা সমস্যার কথা উল্লেখ করে বক্তারা বলেন, মালয়েশিয়ায় প্রায় সাড়ে আট লাখ প্রবাসী বসবাস করছেন যার ৯০ শতাংশই সাধারণ শ্রমিক। স্বল্প বেতন, অনুন্নত আবাসন, কর্ম সংকট, প্রতারণার শিকার ও অল্প বেতনে কাজ করাসহ বিভিন্ন সম্যসার সম্মুখীন তারা। তাই তাদের অধিকার নিশ্চিত করার লক্ষে কাজ করা প্রয়োজন।
আমন্ত্রিত অতিথিদের মতামত শুনে আয়েবার মহাসচিব কাজী এনায়েত উল্লাহ বলেন, ‘বিশ্বের নানা দেশে থাকা বাংলাদেশিদের সম্মান বৃদ্ধি, প্রবাসীদের প্রাপ্য অধিকার আদায়ের জন্যই এই সম্মেলন ৷ আয়েবার উদ্যোগে আয়োজিত গ্লোবাল সামিটের প্রথম সম্মেলন আমরা মালয়েশিয়াতেই করতে চাচ্ছি। কারণ মালয়েশিয়াতে প্রায় সাড়ে আট লাখ বাংলাদেশি বাস করছে।’
সভার সমাপনী বক্তব্যে আয়েবার সহসভাপতি ফ্রান্সপ্রবাসী ফকরুল আকম সেলিম বলেন, নানা দেশে থাকা বাংলাদেশিদের স্বার্থ রক্ষার জন্য কাজ করার চিন্তা নিয়ে ২০১২ সালে আয়েবার আত্মপ্রকাশ ঘটে। এটি প্রতিষ্ঠার পর থেকেই কীভাবে এর মাধ্যমে প্রবাসীদের জীবনযাত্রার মান উন্নয়ন করা যায় এ ব্যাপারে নানামুখী পদক্ষেপ নিয়েছে আয়েবা এবং এর যাত্রা কুয়ালালামপুর থেকে শুরু করছি।
মতিবিনিময় সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন মালয়েশিয়ার প্রবীন কমিউনিটি নেতা ডাক্তার বোরহান উদ্দিন আহমেদ, প্রকৌশলী বাদলুর রহমান খান বাদল, আলহাজ মকবুল হোসেন মুকুল, মাহবুব আলম শাহ, মোশাররফ হোসেন, অহিদুর রহমান অহিদ, রাশেদ বাদল, বাংলাদেশ গ্লেবাল সামিটের কন্টিনেন্টাল কো-অর্ডিনেটর মাইনুল ইসলাম নাসিম, প্রকৌশলী খোকন, সাংবাদিক গৌতম রায়, হারুন অর রশিদ, অ্যাডভোকেট মিনহাজ উদ্দিন মিরান প্রমুখ।