রিয়াদে কুমিল্লা বিএনপির সভাপতির অভিনন্দন অনুষ্ঠান
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2016/12/10/photo-1481389592.jpg)
সৌদি আরবের রিয়াদে কুমিল্লা জেলা উত্তর বিএনপির সভাপতি পদে খোরশেদ আলম পুনর্নির্বাচিত হওয়ায় শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।
দলটির সৌদি আরব শাখা প্রবাসী চান্দিনা কমিটির সভাপতি মো. আমীর হোসেন প্রধানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. সাইজউদ্দিন আল মামুনের সঞ্চালনায় শুক্রবার এই অভিনন্দন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রবাসী চান্দিনা বিএনপির প্রধান উপদেষ্টা মাহাবুব আলম মোল্লা। প্রবাসী উপজেলা বিএনপি ও যুবদলের নেতাদের মধ্যে বক্তব্য দেন আলী আশরাফ, মো. বাকের শিকদার, মো. মিজানুর রহমান, মো. রমিজ উদ্দিন, মো. মোকলেছুর রহমান, বিএনপির সৌদি আরব কেন্দ্রীয় কমিটির অন্যতম তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মাজহারুল ইসলাম মিটন, প্রবাসী নোয়াখালী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. চন্দন হোসেন রাজু।
বক্তারা নবর্নির্বাচিত জেলা বিএনপির সভাপতিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে তাঁকে ত্যাগী, যোগ্য ও দক্ষ নেতা বলে উল্লেখ করেন। তাঁর গতিশীল নেতৃত্বে সবাইকে ভোট ও গণতন্ত্রের লড়াইয়ে ঐক্যবদ্ধভাবে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানান।
সভায় একে অপরকে মিষ্টি খাইয়ে প্রবাসী নেতাকর্মীরা নিজেদের মধ্যে আনন্দ প্রকাশ করেন।
সভায় উপস্থিত গণমাধ্যম প্রতিনিধিদের মধ্যে এনটিভির সৌদি আরব ব্যুরো প্রধান ফারুক আহমেদ চান, আরটিভির রিয়াদ প্রতিনিধি সোহরাব হোসেন লিটন, মাই টিভির রিয়াদ প্রতিনিধি এ কে আজাদ লিটনকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।