তাঁবুর শহর মিনায় চলছে হজের শেষ মুহূর্তের প্রস্তুতি

আসন্ন পবিত্র হজকে সামনে রেখে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে তাঁবুর শহর সৌদি আরবের মিনা, আরাফা ও মুজদালিফায়। মক্কার মসজিদুল হারাম থেকে মাত্র সাত কিলোমিটার দূরে মুজদালিফার মধ্যে মিনা অবস্থিত। হজের সময় এখানে ধর্মপ্রাণ মুসল্লিরা জড়ো হন। এরই মধ্যে এসব স্থানে হজের প্রয়োজনীয় প্রস্তুতি প্রায় শেষের দিকে।সম্প্রতি মক্কা অঞ্চলের ডেপুটি আমির প্রিন্স সৌদ বিন মিশাল বিন আবদুল আজিজ মিনা আরাফাত, মুজদালিফা ও মিনা...