এনটিভিতে শুরু হচ্ছে ‘পিএইচপি কুরআনের আলো প্রতিভার সন্ধানে’
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2020/12/10/ntv-cover.jpg)
সাফল্যের এক যুগ পেরিয়ে ১৩তম বারের মতো জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভিতে ১২ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে ‘পিএইচপি কুরআনের আলো প্রতিভার সন্ধানে’ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা।
এবারও এ প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জনকারী পাবেন চার লাখ টাকা, দ্বিতীয় স্থান অর্জনকারী পাবেন তিন লাখ টাকা, তৃতীয় স্থান অর্জনকারী পাবেন দুই লাখ টাকা এবং চতুর্থ স্থান অর্জনকারী পাবেন এক লাখ টাকা। এ ছাড়া থাকছে নগদ অর্থ, গিফট হ্যাম্পারসহ আকর্ষণীয় পুরস্কার। পিএইচপি পরিবারের পক্ষ থেকে সম্মানিত ওস্তাদগণের জন্য থাকবে মোটরসাইকেল।
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/infograph/public/images/2020/12/10/ntv-2.jpg 687w)
১২ ডিসেম্বর শনিবার সকাল ৮টায় ঢাকা জেলার অডিশন হবে মহাখালীর ওয়ারলেস গেট কুরআনের আলো ইনস্টিটিউটে। অন্যান্য জেলার অডিশন তারিখ ও বিস্তারিত তথ্য জানার জন্য যোগাযোগ করতে হবে ০১৭১৬-০৪১৬৮২ ও ০১৭১০-৩৬৮৪৬৬ নম্বরে।
এবারের প্রতিযোগিতায় সম্মানিত বিচারক হিসেবে থাকছেন হাফেজ কারি শায়খ আব্দুল হক, হাফেজ মাওলানা মুফতি মিজানুর রহমান, হাফেজ কারি মাওলানা হাবিবুল্লাহ বেলালী, হাফেজ কারি মোহাম্মদ জহিরুল ইসলাম, হাফেজ কারি মাওলানা বজলুর রহমান, হাফেজ কারি মাওলানা আবু রায়হানসহ অন্যান্য বিশেষজ্ঞ বিচারক।