আপনার জিজ্ঞাসা
বান্দার কোন দোয়া আল্লাহ ফিরিয়ে দেন না?
নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ৩১৭৩তম পর্বে রংপুর থেকে একজন জানতে চেয়েছেন, বান্দার কোন দোয়া আল্লাহ ফিরিয়ে দেন না? অনুলিখন করেছেন মোহাম্মদ সাইফ আহমেদ।
প্রশ্ন : বান্দার কোন দোয়া আল্লাহ ফিরিয়ে দেন না?
উত্তর : ধন্যবাদ আপনাকে। দোয়া কবুল করার পথে কোনো প্রতিবন্ধকতা থাকে তাহলে সেই দোয়া কবুল হবে না। দোয়া কবুলের সুরুত আছে। যদি প্রতিবন্ধকতা না থাকে তাহলে আল্লাহ কোনো দোয়াই ফিরিয়ে দেন না। রাসুল (সা.) হাদিসে বলেছেন, তিনটি দোয়া আল্লাহ ফেরত না। এক, দাওয়াত আল মজলুম। মানে অত্যাচারিত ব্যক্তির দোয়া। দুই, সন্তানের জন্য পিতা-মাতার দোয়া। তিন, মুসাফির ব্যক্তির দোয়া। এই তিন ব্যক্তির দোয়া আল্লাহর কাছে বেশি গ্রহণযোগ্য।