আপনার জিজ্ঞাসা
সামর্থ্য না থাকলে ফিতরা কীভাবে দেব?
নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মাদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার রমজানের বিশেষ আয়োজনের ২৬তম পর্বে মাসুম কুমিল্লা থেকে জানতে চেয়েছেন, সামর্থ্য না থাকলে ফিতরা কীভাবে দেব? অনুলিখন করেছেন রেখা আক্তার।
সামর্থ্য না থাকলে ফিতরা কীভাবে দেব?
উত্তর : ধন্যবাদ আপনার প্রশ্নটির জন্য। টাকা পয়সা না থাকলে আপনি ফিতরা কেন দেবেন? আপনাকে তো কেউ ফিতরা দিতে বলেনি। যার সামর্থ্য আছে তার ওপর যাকাত-ফিতরা দেওয়ার বিধান। যার সামর্থ্য নেই তার ওপর তো ফরজ নয়। আপনার টাকা নেই আপনার ফিতরা আসবে না। এটা একেবারেই স্বাভাবিক কথা। যার সামর্থ্য আছে এইগুলো শুধুই তাদের জন্য।