আপনার জিজ্ঞাসা
কোরবানি কাদের ওপর ওয়াজিব হয়?
নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মাদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ৩২০৪তম পর্বে টেলিফোনের মাধ্যমে হিমু জানতে চেয়েছেন, কোরবানি কাদের ওপর ওয়াজিব হয়? অনুলিখন করেছেন মোহাম্মদ সাইফ আহমেদ।
প্রশ্ন : কোরবানি কাদের ওপর ওয়াজিব হয়?
উত্তর : ধন্যবাদ আপনাকে।কোরবানি ওয়াজিব নাকি সুন্নাহ এটা নিয়ে দ্বিমত রয়েছে। একদল আলেম এটাকে সুন্নাতে মোয়াক্কাদা বলেছেন। আবার কেউ কেউ ওয়াজিব বলেছেন। দুপক্ষের দলিলই শক্তিশালী। তাই কেউ যদি ওয়াজিব হিসেবে নেন সেটাও হবে। আবার কেউ যদি সুন্নাতে মোয়াক্কাদা বলেন সেটাও জায়েজ। আর সুন্নাতে মোয়াক্কাদা তো ওয়াজিবের কাছাকাছিই। দুটি পারিভাষিক দিক থেকে আলাদা হলেও গুরুত্বের দিক থেকে একই। একেক জন একেক পরিভাষা ব্যবহার করেছেন। কিন্তু গুরুত্ব এক। এবার আসি কাদের ওপর জায়েজ সেই ব্যাপারে। যে ব্যক্তি নিজের প্রয়োজন মেটানোর পর বা নিজের সব খরচের পর যদি অতিরিক্ত অর্থ থাকে তাহলে তার ওপর কোরবানি ওয়াজিব। মানে নিজের প্রয়োজন মিটিয়ে তিনি যদি আল্লাহর রাস্তায় পশু জবাই করার সামর্থ্য রাখেন তাহলে তার ওপর কোরবানি ওয়াজিব। একদল আলেম বলেছেন, নেসাব পরিমাণ অর্থ থাকলে তার ওপর কোরবানি ওয়াজিব। এই বক্তব্য যথাযথ নয়। এটি জাকাতের জন্য যথাযথ। কোরবানি আপনার কাছে পশু জবাই করার অর্থ বা সামর্থ্য থাকলেই আপনার ওপর ওয়াজিব বা সুন্নাতে মোয়াক্কাদা। এটাই বিশুদ্ধ বক্তব্য।