আপনার জিজ্ঞাসা
সুরা হাশরের শেষ তিন আয়াতের ফজিলত কী?
নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মাদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ৮২০তম পর্বে টেলিফোনের মাধ্যমে হিমু জানতে চেয়েছেন, সুরা হাশরের শেষ তিন আয়াতের ফজিলত কি? অনুলিখন করেছেন রেখা আক্তার।
প্রশ্ন : সুরা হাশরের শেষ তিন আয়াতের ফজিলত কী? কোন সময় পড়লে এই ফজিলত পাওয়া যাবে?
উত্তর : ধন্যবাদ আপনাকে প্রশ্নটির জন্য। সুরা হাশরের শেষ তিন আয়াতের ফজিলত নিয়ে জানতে চেয়েছেন। সুরা হাশরের তিন আয়াতের আমল ও ফজিলতকে আমাদের সমাজে অনেক গুরুত্ব দেওয়া হয়। অথচ এরচেয়ে গুরুত্বপূর্ণ আমল আমাদের সমাজ থেকে উঠে গেছে। সেটি হলো, কোন ব্যক্তি ফরজ সালাতের পর আয়াতুল কুরসি পড়লে তিনি সরাসরি জান্নাতে যাবেন। এই আমল করলে শুধু মৃত্যুই তার জান্নাতের পথে বাধা। অথচ অনেকে এটিই জানেই না। আর সুরা হাশর নিয়ে এক আয়াতে এসেছে সেটি হলো কেউ যদি ফজরের পর হাশরের তিন আয়াত পড়েন তাহলে তার জন্য ৭০ হাজার ফেরেশতা দোয়া করেন। এ ছাড়া কোরআনের যে কোনো আয়াত পড়লেই সওয়াব হবে।

এনটিভি অনলাইন ডেস্ক