আপনার জিজ্ঞাসা
গাইরুল্লাহ নাম দিয়ে তাবিজ ব্যবহার করলে ঈমান থাকবে?
নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ৩২৩৪ তম পর্বে ই-মেইলের মাধ্যমে একজন জানতে চেয়েছেন, গাইরুল্লাহ নাম দিয়ে তাবিজ ব্যবহার করলে ঈমান থাকবে? অনুলিখন করেছেন রেখা আক্তার।
প্রশ্ন : গাইরুল্লাহ নাম দিয়ে তাবিজ ব্যবহার করলে ঈমান থাকবে? এটা কি বড় শিরক?
উত্তর : ধন্যবাদ আপনাকে প্রশ্নটির জন্য। এটি ছোট শিরক। যদি এর মধ্যে কোনো কুফরি অথবা শিরকি ব্যাপার না থাকে তাহলে এটি ছোট শিরক। এখানে কবিরাহ গুনাহ হবে তবে মুশরিক কবিরাহগুনাহকারী হবেন। মানে তার পূর্বের আমল বাতিল হবে না। তবে, এটিকে যদি বৈধ মনে করা হয় তাহলে অবশ্যই আবার বড় শিরক। এখানে আরেকটি কথা বলব, যেখানে আমরা জানি এটি শিরক, তাহলে কেন এসব ব্যবহার করব? রাসুল (সা.) তাবিজ ব্যবহারের সবগুলো পন্থাকেই শিরক বলেছেন। হয়ত আমরা হয়ত এটাকে বড় শিরক বা ছোট শিরক বলি। কিন্তু রাসুল (সা.) সবগুলোকে শিরকই বলেছেন। ভুল তো ভুলই, সেটা ছোট হোক কিংবা বড় হোক। এসবই না জায়েজ।