আপনার জিজ্ঞাসা
শয়তানে ধরা বলতে কী বুঝায়?
নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মাদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ৩২৪৬তম পর্বে টেলিফোনের মাধ্যমে বুলবুল নামের একজন জানতে চেয়েছেন, শয়তানে ধরা বলতে কী বুঝায়? অনুলিখন করেছেন রেখা আক্তার।
প্রশ্ন : অনেকে বলে শয়তানে ধরেছে। এখানে শয়তানে ধরা বলতে কী বুঝায়? কারণ শয়তানকে তো দেখা যায় না। শয়তানে ধরলে কী করণীয়?
উত্তর : ধন্যবাদ এই ভাইকে। শয়তানে ধরা নিয়ে জানতে চেয়েছেন। কোনো ব্যক্তিকে শয়তান প্রভাবিত করতে পারে। এটা ভুল কিছু নয়। তবে শয়তান প্রভাবিত করা একটি বিষয় আর শয়তান ধরেছে এটা আরেকটি বিষয়। দুটি আলাদা বিষয়। এটা অনেকটা ভুল পথে যাওয়া ব্যক্তির আচরণ নিয়ে শয়তানে ধরেছে বলে মানুষ উক্তি করে। এটা অনেকটা তাচ্ছিল্যমূলক বিষয় আরকি। এ ছাড়া শয়তানের প্রভাবিত হতে পারে মানুষ। দুষ্ট শয়তান মানুষকে আক্রান্ত করতে পারে। শয়তান স্পর্শ করতে পারে। এটা সহীহ হাদিস দ্বারা প্রমাণিত। তেমন স্পর্শ যদি কাউকে করে তাহলে সেই ব্যক্তি অসুস্থ হতে পারে, আচরণে সমস্যা হতে পারে। এটা আমরা বলছি জ্বীন শয়তান আক্রমণের কথা। এ ক্ষেত্রে ওই ব্যক্তিকে আলাদা মনে হবে।