ইস্টার সানডে আজ

খ্রিস্ট ধর্মাবলম্বীরা নানা আয়োজনে ইস্টার সানডে পালন করে থাকেন। ফাইল ছবি
পবিত্র ইস্টার সানডে আজ রোববার। এই দিনে খ্রিষ্টধর্মের প্রবর্তক যিশুখ্রিষ্ট মৃত্যু থেকে পুনরুত্থান করেছিলেন। ইস্টার তথা যিশুর পুনরুত্থান খ্রিষ্টধর্মের একটি প্রধান ধর্মীয় অনুষ্ঠান।
খ্রিষ্টান ধর্ম মতে, এই দিনে ঈশ্বরপুত্র যিশু মৃত্যুকে জয় করে পুনরুত্থিত হয়ে তাদের পাপ থেকে মুক্ত করেছিলেন। পুণ্য শুক্রবার বা গুড ফ্রাইডেতে বিপৎগামী ইহুদি শাসকগোষ্ঠী তাদের কুসংস্কারাচ্ছন্ন শাসনব্যবস্থা অক্ষুণ্ন রাখার স্বার্থে যিশুকে অন্যায়ভাবে ক্রুশবিদ্ধ করে হত্যা করেছিল। মৃত্যুর তৃতীয় দিবস রোববার তিনি মৃত্যু থেকে জেগে ওঠেন। তাই যিশুর পুনরুত্থানের এই রোববারকে ইস্টার সানডে বলা হয়।
ইস্টার সানডেতে অনেকেই আপনজনের সমাধিতে মোমবাতি জ্বালিয়ে তাঁদের আত্মার শান্তি কামনা করে। বিশ্বে অন্যান্য দেশের মতো বাংলাদেশের খ্রিস্ট ধর্মাবলম্বীরাও যথাযথ মর্যাদায় দিনটি পালন করবেন।