মক্কায় হজে গিয়ে আরও এক বাংলাদেশির মৃত্যু

সৌদি আরবের পবিত্র নগরী মক্কায় হজ পালন করতে গিয়ে মো. ফরিদুজ্জামান (৫৭) নামে আরও এক বাংলাদেশি হাজির মৃত্যু হয়েছে। নিহত ফরিদুজ্জামান কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার বাসিন্দা। তার পাসপোর্ট নম্বর- এ ০৫৭৮৪৫৭৮।
আজ রোববার (৪ মে) মক্কা হজ কাউন্সিলর মো. জহিরুল ইসলাম এনটিভি অনলাইনকে জানান, গত ২ মে মক্কার একটি হোটেলে ফরিদুজ্জামানের মৃত্যু হয়।
এ নিয়ে চলতি বছর হজ পালন করতে গিয়ে সৌদি আরবে এখন পর্যন্ত দুই বাংলাদেশি হাজির মৃত্যু হয়েছে। এর মধ্যে একজন মক্কায় ও একজন মদিনায় মারা গেছেন।
এদিকে, রোববার সকাল পর্যন্ত সৌদি আরবে ২২ হাজার ২০৩ জন বাংলাদেশি হজযাত্রী পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬৪ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ১৭ হাজার ৬৩৯ জন। চলতি বছর বাংলাদেশ থেকে ৮৭ হাজার ১০০ জন হজযাত্রী পবিত্র হজ পালনের জন্য সৌদি আরবে যাওয়ার কথা রয়েছে।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৫ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।