১৮ টাকা বেড়ে সিকদার গেইনারের শীর্ষে
পুঁজিবাজারে তালিকাভুক্ত নতুন বা ‘এন’ ক্যাটাগরির সিকদার ইন্স্যুরেন্স গত সপ্তাহে (রোববার থেকে বৃহস্পতিবার) শেয়ার প্রতি দর বেড়েছে ১৮ টাকা ৪০ পয়সা। এতে সপ্তাহটিতে কোম্পানিটির শেয়ার গেইনারের শীর্ষে উঠে এসেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, ডিএসইতে গত বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) সিকদার ইন্স্যুরেন্স শেয়ারের সমাপনী দর দাঁড়ায় ৪৯ টাকা ৩০ পয়সা। যা আগের সপ্তাহে বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) কোম্পানিটির শেয়ারের সমাপনী দর ছিল ৩০ টাকা ৯০ পয়সা। এক সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ার প্রতি দর বেড়েছে ১৮ টাকা ৪০ পয়সা বা ৫৯ দশমিক ৫৫ শতাংশ। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির ২৬ কোটি ৯৭ লাখ ৬০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। দৈনিক গড় লেনদেন ছিল পাঁচ কোটি ৩৯ লাখ ৫০ হাজার টাকা।
২০২৪ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় সিকদার ইন্স্যুরেন্স। কোম্পানিটির অনুমোদিত মূলধন ৫০ কোটি টাকা। পরিশোধিত মূলধন ৪০ কোটি টাকা। শেয়ার সংখ্যা ৪ কোটি। রিজার্ভে রয়েছে ৪৪ কোটি ৯৬ লাখ টাকা। কোম্পানিটির উদ্যোক্তা পরিচালকরা ৬০ শতাংশ শেয়ার ধারণ করেছে। এ ছাড়া প্রাতিষ্ঠানিক পরিচালকরা আট দশমিক ৫০ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীরা ৩১ দশমিক ৫০ শতাংশ শেয়ার ধারণ করেছে।
গেল সপ্তায় দর বাড়ার তালিকায় শীর্ষ দ্বিতীয়তে এসেছে লাভেলো আইসক্রিমের (‘এ’ ক্যাটাগরি) ২৮ দশমিক ২৬ শতাংশ, বেস্ট হোল্ডিংসের (‘এন’ ক্যাটাগরি) ২৮ দশমিক ২১ শতাংশ, মুন্নু ফেব্রিক্সের (‘বি’ ক্যাটাগরি) ২০ দশমিক ৭১ শতাংশ, খান ব্রাদার্সের (‘বি’ ক্যাটাগরি) ১৭ দশমিক ৩৮ শতাংশ, সাউর্থ বাংলা এগ্রিকালচার এন্ড কমার্স ব্যাংকের (‘বি’ ক্যাটাগরি) ১৭ শতাংশ, সাফকো স্পিনিংয়ের (‘বি’ ক্যাটাগরি) ১৫ দশমিক ৬৬ শতাংশ, আফতাব অটোমোবাইলসের (‘এ’ ক্যাটাগরি) ১৪ দশমিক ৬৩ শতাংশ, ইবিএল ফার্স্ট ফান্ডের (‘এ’ ক্যাটাগরি) ১৪ দশমিক ২৯ শতাংশ এবং আলহাজ্ব টেক্সটাইলের (‘বি’ ক্যাটাগরি) ১৪ দশমিক শূন্য আট শতাংশের শেয়ার দর উত্থান হয়।