সূচকের ঊর্ধ্বগতি, বেড়েছে লেনদেন-মূলধন
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সব ধরনের সূচক উত্থানে লেনদেন শেষ হয়েছে আজ মঙ্গলবার (১৭ ডিসেম্বর)। একদিনের ব্যবধানে প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ৪৫ পয়েন্ট। এদিন লেনদেনে অংশ নেওয়া বেশির ভাগ কোম্পানির শেয়ারের দর উত্থান হয়েছে। আগের কর্মদিবস রোববারের তুলনায় এদিন বাজারে মূলধনের পরিমাণ বেড়েছে। লেনদেন বেড়ে আজ ৪৫০ কোটি টাকায় অবস্থান করেছে।
জানা যায়, গত রোববার লেনদেন হয়েছিল ৩০৪ কোটি ১০ লাখ টাকা। যা আজ লেনদেন হয়েছে ৪৫০ কোটি ১৬ লাখ টাকা। এদিন পুঁজিবাজারে মূলধন দাঁড়িয়েছে ছয় লাখ ৫৯ হাজার ৬৫০ কোটি ১০ লাখ টাকার শেয়ার। আগের কর্মদিবস বৃহস্পতিবার পুঁজিবাজার মূলধন ছিল ছয় লাখ ৫৬ হাজার সাত কোটি ৫৮ লাখ টাকার শেয়ার।
আজ প্রধান সূচক ডিএসইএক্স ৪৫ দশমিক ৭১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে পাঁচ হাজার ২২৪ দশমিক ৫৮ পয়েন্টে। আগের কর্মদিবস রোববার ডিএসইএক্স দাঁড়িয়েছিল পাঁচ হাজার ১৭৮ দশমিক ৮৬ পয়েন্টে। আজ ডিএসইএস সূচক ১৪ দশমিক ২৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ১৬৬ দশমিক ৭৪ পয়েন্টে। এছাড়া ডিএস-৩০ সূচক ২১ দশমিক ১৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৯২৯ দশমিক ৪৯ পয়েন্টে।
ডিএসইতে এদিন লেনদেন হওয়া ৩৯৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ২১০টির ও কমেছে ১১০টির। শেয়ার দর পরিবর্তন হয়নি ৭৬টির। এদিন লেনদেনের শীর্ষে উঠে এসেছে ওরিয়ন ইনফিউশনের শেয়ার। কোম্পানিটির ৩৫ কোটি ২২ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়।
লেনদেনের শীর্ষে উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে বাংলাদেশ শিপিং করপোরেশনের ২২ কোটি ১৪ লাখ টাকা, স্কয়ার ফার্মার ১৫ কোটি ৬৫ লাখ টাকা, একমি ল্যাবের ১৫ কোটি ৪৫ লাখ টাকা, জিপিএইচ ইস্পাতের ৯ কোটি ৮৬ লাখ টাকা, সায়হাম কটনের সাত কোটি ৪৬ লাখ টাকা, বেক্সিমকো ফার্মার সাত কোটি ৩৭ লাখ টাকা এবং রবির ছয় কোটি ৮৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিন দর কমার শীর্ষে উঠে এসেছে মেঘনা পেট্রোলিয়ামের শেয়ার। কোম্পানিটির দর কমেছে সাত দশমিক ১১ শতাংশ। দর বাড়ার শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ শিপিং করপোরেশনের শেয়ার। কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৯ দশমিক ৯৬ শতাংশ।