‘কমিশন কারও বিরুদ্ধে নিয়ম বহির্ভূত ব্যবস্থা নিলে আদালতে যেতে পারেন’

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চেয়ারম্যান মমিনুল ইসলাম বলেছেন, আপনার প্রতি অন্যায় হলে তার জন্য আদালত আছে। বিএসইসির কমিশন কারও বিরুদ্ধে যদি কোনো নিয়ম বহির্ভূত ব্যবস্থা নেয়, তবে সে তার বিরুদ্ধে অভিযোগ করতে পারেন। আদালতে যেতে পারেন। আইনিভাবে লড়তে পারেন। কিন্তু এভাবে উগ্র আচরণ ও বিশৃঙ্খলা করতে পারেন না।
আজ রোববার (৯ মার্চ) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে বিএসইসি ভবনে বিএসইসির সঙ্গে স্টেকহোল্ডারদের বৈঠক শেষে মমিনুল ইসলাম এ কথা বলেন। এর আগে বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত বর্তমান পরিস্থিতি নিয়ে পুঁজিবাজার সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করেন বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ।
উগ্র আচরণ ও বিশৃঙ্খলার মাধ্যমে বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদসহ কমিশনারদের অবরুদ্ধ করে বিভিন্ন দাবি আদায়ের ঘটনা অতি নিন্দনীয় জানিয়ে মমিনুল ইসলাম বলেন, বিএসইসিতে অপ্রীতিকর ঘটনায় বিনিয়োগকারীদের আতঙ্কিত হওয়ার কিছু নেই। যা ঘটার ঘটে গেছে, সেটা ভাল হয়নি। এখন বিনিয়োগকারীদের আমরা আশ্বস্ত করছি, এসব বিষয়ে আপনারা (বিনিয়োগকারী) হতাশ হবেন না। ভয়ে কিছুই নেই। এই সমস্যা দ্রুত সমাধান হয়ে যাবে। অন্যায়ের বিরুদ্ধে বিএসইসিকে শক্ত হাতে হাল ধরতে বলেছি। এভাবে ভয়ভীতি দেখিয়ে বিএসইসির তদন্ত বন্ধ করা যাবে না। বন্ধ করা যাবেও না। আমরা সবাই সম্মিলিতভাবে এটার মোকাবিলা করবো।
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চেয়ারম্যান মমিনুল ইসলাম বলেন, অতীতে ও বর্তমানে যারা অন্যায় করে পুঁজিবাজারে ক্ষতি করছে, তাদের ব্যাপারে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এখন কঠোর অবস্থানে রয়েছে। সেই লক্ষ্যে পুঁজিবাজারে অনিয়মকারীদের বিরুদ্ধে বিএসইসি যেসব তদন্ত কার্যক্রম করছে। সেই কাজের সঙ্গে আমরা সম্পূর্ণ একমত।